বাচ্চাদের জন্য বাজারে নকল চকোলেট, বিএসটিআইয়ের সতর্কবার্তা
বাচ্চাদের জন্য বাজারে নকল চকোলেট, বিএসটিআইয়ের সতর্কবার্তা
আবারও শিশু খাদ্য নিয়ে ভয়াবহ তথ্য প্রকাশ করলেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মহাপরিচালক এস এম ফেরদৌস আলম। সম্প্রতি বিএসটিআই-এর ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিওতে তিনি এসব তথ্য প্রকাশ করেন।
ফেরদৌস আলম কয়েকটি চকলেটের প্যাকেট হাতে নিয়ে বলেন, “যেগুলো আপনি সামনে দেখতে পাচ্ছেন, এগুলো সবই বাচ্চাদের প্রলুব্ধ করার মতো চকলেট। সুন্দর মোড়ক দেখে মনে হবে, ‘এটি তো বিদেশি চকলেট’।
বাবা-মারা বাহির থেকে আসার সময় সন্তানের জন্য এমন চকলেট কিনে আনেন। মোড়ক দেখে মনে হয়, খুব উন্নত মানের প্যাকেজিং।”
এ সময় তিনি সামনের টেবিলের বিভিন্ন চকলেটের প্যাকেট দেখিয়ে বলেন, “এই সব চকলেট ও মোড়কগুলো ভিজিল্যান্স কার্যক্রমের মাধ্যমে ময়েজ ফুড প্রাইভেট লিমিটেড থেকে জব্দ করা হয়েছে। প্রায় ৫০ লাখ টাকার মালামাল জব্দ করা হয়েছে, কারখানা সিলগালা করা হয়েছে, এবং দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।”
তিনি একটি চকলেটের বার দেখিয়ে বলেন, “আমার হাতে একটি বার দেখছেন। এটি হলো চকলেট। কোকো পাউডার, টোস্ট বিস্কুটের গুড়ো মিশিয়ে, কিছু চিনি দিয়ে তৈরি করা হয়েছে। আমি এটিকে ভাঙার চেষ্টা করেছি, কিন্তু এতো শক্ত! মনে হয়েছিল, ছোটোখাটো লোহাও হয়তো তাড়াতাড়ি ভেঙে যাবে।
দাঁতে লাগিয়ে কামড়ালেও ভাঙে না। অথচ বিদেশি চকলেটগুলো খুব মোলায়েম এবং সফট। বাচ্চারা তা খেতে স্বাচ্ছন্দ্যবোধ করে। এ কারণে বলা যায়, এগুলো ফেইক প্রডাক্ট—সুন্দর মোড়কে মোড়কজাত করা হয়েছে।”
ফেরদৌস আলম জানান, এই সব চকলেটকে গ্রহণযোগ্য দেখানোর জন্য ইম্পর্টেড স্টিকারও লাগানো হয়।
তিনি বলেন, “যেকোনো মানুষ এগুলো দেখলে নিশ্চয় ভাববে এগুলো ইম্পর্টেড পণ্য। প্রেস থেকে উন্নত মানের প্যাকেট তৈরি করে সিল করে বাজারজাত করা হচ্ছে।”
তিনি বলেন, “এই সব মানহীন পণ্য তৈরি করে অনুমোদিতভাবে বাজারজাত করা হয় এবং দু’ ধরনের মানুষকে প্রতারণা করা হয়। প্রথম হলো কিছু দোকানদার, যারা ভাবেন, ‘আমি হয়তো ইম্পর্টেড পণ্য কিনেছি’, কিন্তু আসলে ফেইক পণ্যটি কিনেছেন। দ্বিতীয় হলো সাধারণ ভোক্তা যারা গ্রাহক হিসেবে গ্রহণ করেন।”
ফেরদৌস আলম ব্যবসায়ীদের সতর্ক করতে বলেন, “এই ধরনের ব্যবসা থেকে বিরত থাকুন।”
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।