গাজায় ইসরায়েলি হামালার সমর্থনে ট্রাম্প, নিহত বেড়ে ৬৩
গাজায় ইসরায়েলি হামালার সমর্থনে ট্রাম্প, নিহত বেড়ে ৬৩
মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় কমপক্ষে ৬৩ জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এর মধ্যে ২৪ জন শিশুও রয়েছে। চিকিৎসা সূত্রের খবরে এ কথা বলা হয়েছে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শক্তিশালী হামলার নির্দেশ দেওয়ার পর গাজায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটল। ইসরায়েলি সেনাবাহিনী পরে জানিয়েছে, দক্ষিণ গাজায় একজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এর পরেই নেতানিয়াহু হামলার নির্দেশ দেন।
এদিকে জাপান থেকে দক্ষিণ কোরিয়া যাওয়ার সময় এয়ার ফোর্স ওয়ানে গাজায় ইসরায়েলি হামলার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘আমি বুঝতে পেরেছি, তারা একজন ইসরায়েলি সেনাকে হত্যা করেছে। তাই ইসরায়েলিরা পাল্টা আক্রমণ করেছে এবং তাদের পাল্টা আক্রমণ করা উচিত।
যখন এমন কিছু ঘটে, তখন তাদের পাল্টা আক্রমণ করা উচিত।’
ট্রাম্প বলেন, ‘কোনো কিছুই যুদ্ধবিরতিকে বিঘ্নিত করতে পারবে না। আপনাদের বুঝতে হবে হামাস মধ্যপ্রাচ্যে শান্তির একটি খুব ছোট অংশ এবং তাদের ভালো আচরণ করতে হবে।’ তবে হামাস দক্ষিণ গাজার রাফায় ইসরায়েলি বাহিনীর ওপর হামলার দায় অস্বীকার করেছে এবং এক বিবৃতিতে বলেছে, তারা যুদ্ধবিরতি চুক্তিতে প্রতিশ্রুতিবদ্ধ।
ট্রাম্প বলেন, ‘যদি তারা (হামাস) ভালো হয়, তাহলে আমরা খুশি হব এবং যদি তারা ভালো না হয়, তাহলে তাদের জীবন শেষ করে দেওয়া হবে।’ তিনি আরো বলেন, ‘কেউ জানে না নিহত ইসরায়েলি সেনার কী হয়েছিল, কিন্তু তারা (ইসরায়েল) বলেছে, স্নাইপারের গুলিতে মারা গেছে। গাজায় হামলা ছিল এর প্রতিশোধ এবং আমি মনে করি, তাদের (ইসরায়েলের) হামলা করার অধিকার আছে।’
সূত্র : আলজাজিরা।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।