নীলফামারীর কিশোরগঞ্জে ভিসা প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

নীলফামারীর কিশোরগঞ্জে ভিসা প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

29 October, 2025 | সময়: 7:02 pm

নীলফামারীর কিশোরগঞ্জে অস্ট্রেলিয়ার ভিসা প্রতারণা চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে আজ বুধবার (২৯ অক্টোবর) সকালে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়।

Ad1st বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা যায়, পাবনা জেলার হলুদবাড়িয়া গ্রামের সিরাজুল হকের ছেলে শামীম (৩০) নামে এক যুবক অস্ট্রেলিয়ার ভিসার প্রলোভনে পড়ে প্রতারিত হন।

পরে তিনি মঙ্গলবার থানায় গিয়ে তিন প্রতারকের নামে লিখিত অভিযোগ দায়ের করলে রাতে কিশোরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন কিশোরগঞ্জ উপজেলার নিতাই কাচারীপাড়ার আমিনুল ইসলাম হামুর ছেলে খাইরুল ইসলাম (২২) ও শাহীন ইসলাম (২৫), নয়মুল ইসলামের ছেলে তুহিন (২২)।

ভুক্তভোগী শামীম হোসেন জানান, অস্ট্রেলিয়ার ভিসা দেওয়ার কথা বলে প্রতারকরা তার কাছ থেকে বিকাশের মাধ্যমে পর্যায়ক্রমে ২৪ লাখ টাকা হাতিয়ে নেয়। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে তিনি পরিবারের পরামর্শক্রমে থানায় অভিযোগ করেন।

কিশোরগঞ্জ থানার ওসি আশরাফুল ইসলাম জানান, ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে তিন ভিসা প্রতারককে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।