মুক্তিযুদ্ধ বিরোধীরাই একাত্তরকে ছোট করতে চায় : টুকু
মুক্তিযুদ্ধ বিরোধীরাই একাত্তরকে ছোট করতে চায় : টুকু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তিরাই একাত্তরের মুক্তিযুদ্ধকে ছোট করে দেখতে চায়।
তিনি বলেন, ‘আমাদের জাতীয় ইতিহাসের শ্রেষ্ঠতম অধ্যায় হলো একাত্তরের মুক্তিযুদ্ধ, যার মধ্য দিয়ে জন্মলাভ করেছে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ।’
আজ বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জের ইসলামিয়া সরকারি কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এক কর্মশালায় বিএনপির ৩১ দফা কর্মসূচি নিয়ে প্রধান অতিথির বক্তব্যে টুকু এসব কথা বলেন।
তিনি বলেন, ধর্মকে ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থে ব্যবহার করলে সমাজে বিভাজন দেখা দেয়। এতে শান্তি-শৃঙ্খলার অবনতি হয়।
টুকু বলেন, শিক্ষকরা শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা এবং মূল্যবোধ অর্জনে সহায়তা করে। একটি সুশৃঙ্খল ও আদর্শ জাতি গঠনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আগামী নির্বাচনে বিএনপি নির্বাচিত হলে রাষ্ট্র সংস্কারের ৩১ দফার আলোকে শিক্ষা খাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
কর্মশালায় আরও বক্তব্য রাখেন, ইসলামি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শরীফ উস সাইদ, উপাধ্যক্ষ প্রফেসর মো. মোস্তাফিজুর রহমান এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু।
কর্মশালায় রাষ্ট্র সংস্কারের ৩১ দফার মধ্যে শিক্ষা বিষয়ক দফাগুলোর ওপর আলোকপাত করে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের প্রতিনিধি খালেদ এরফান চৌধুরী ও উত্তরাঞ্চল ছাত্র ফোরামের সাংগঠনিক সম্পাদক শিব্বির আহমেদ।
এর আগে সকালে রাশিদাজ্জোহা সরকারি মহিলা কলেজে অনুরূপ আরেকটি সভায় অধ্যক্ষ প্রফেসর সুলতানা সালমা হোসেনের উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির এই নেতা।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।