কাহারোলে জাতীয় সমবায় দিবস পালিত
কাহারোলে জাতীয় সমবায় দিবস পালিত
স্টাফ রিপোর্টার : “ সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় দিনাজপুরের কাহারোলেও পালিত হয়েছে ৫৪ তম জাতীয় সমবায় দিবস।
শনিবার (১ নভেম্বর’২৫) সকাল ১১ টার সময় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের যৌথ আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার পূর্বে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবসের আনুষ্ঠানিক সূচনা করা হয়।
পতাকা উত্তোলন শেষে একটি সমবায় র্যালী বের করা হয় এবং উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জাতীয় সমবায় দিবসের এক আলোচনা সভা উপজেলা সমবায় অফিসার মো: সারওয়ার মুর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারি কমিশনার(ভুমি) প্রবির বিশ্বাস।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সমবায় সমিতি লিঃ এর সভাপতি ও বীরমুক্তি যোদ্ধা, সাবেক অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমবায় অফিসার মোঃ সারওয়ার মুর্শেদ।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সমবায় সমিতির সভাপতি অনিত্য শর্মা, জয়নন্দ হাট সমবায় সমিতির সভানেত্রী মোছা: আসমা খাতুন। আলোচনা শেষে বিভিন্ন সমবায় সমিতি লিমিটেডকে ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।