গাইবান্ধায় ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত

গাইবান্ধায় ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত

1 November, 2025 | সময়: 7:00 pm

গাইবান্ধা প্রতিনিধিঃ “সাম্য ও সমবায় দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্য সামনে রেখে গাইবান্ধায় ৫৪তম সমবায় দিবস-২০২৫ পালন করা হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকালে জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Ad1st বিজ্ঞাপন

জেলা সমবায় অফিসার মো. ফরিদ উদ্দিন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার। বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার ছাব্বির আহমেদ। জেলা সমবায় অফিসের উপ-সহকারী নিবন্ধক মো. আনিছুর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপজেলা সমবায় অফিসার হাফিজুর রহমান, গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি বিকাশ চন্দ্র রায়, নাইস সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি টিপু সুলতান, উত্তরণ শ্রমজীবি সমবায় সমিতির সাধারণ সম্পাদক হোসনে আরা আক্তারসহ জেলার ৭ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জেলার ৫জন শ্রেষ্ঠ সমবায় সমিতিকে সংবর্ধনা প্রদান করা হয়।

বক্তারা বলেন, সমবায় ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। ‘বর্তমান অন্তর্বতী সরকার সমবায় খাতকে আধুনিক ও গতিশীল করতে নানামুখী উদ্যোগ নিয়েছে। যেমন কৃষি, মৎস্য, পশুপালন, সঞ্চয় ও ঋণদান এবং কুটিরশিল্প প্রভৃতি ক্ষেত্রে সমবায় ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।