রাতভর বৃষ্টিতে ডুবল চাঁপাইনবাবগঞ্জ শহরে জলাবদ্ধতা

রাতভর বৃষ্টিতে ডুবল চাঁপাইনবাবগঞ্জ শহরে জলাবদ্ধতা

1 November, 2025 | সময়: 6:40 pm

হঠাৎ রাতভর ভারী বৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানি ঢুকেছে বিভিন্ন সরকারি কার্যালয়, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে ঘরবাড়ি ও ছাত্রাবাসেও।

Ad1st বিজ্ঞাপন

অধিকাংশ রাস্তায় কোথাও গোড়ালি, আবার কোথাও হাঁটুপানির বেশি জমেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন শহরবাসী। তাদের অভিযোগ, পর্যাপ্ত নালা ব্যবস্থাপনা না থাকা, বিদ্যমান নালার অচলাবস্থা এবং অপরিকল্পিত নগরায়ণের ফলে সামান্য বৃষ্টিতেই পৌরসভার অনেক এলাকায় জলাবদ্ধতা দেখা দিচ্ছে।

শুক্রবার রাত ৮টা থেকে সারারাত ধরে ব্যাপক বৃষ্টি হয়। এতে পৌরসভার আরামবাগ, শান্তিরমোড়, পিটিআই, বাতেনখাঁর মোড়, পুরাতন বাজার, নিউমার্কেট, ফুড অফিস মোড়, উদয়ন মোড়সহ পৌর এলাকার অনেক স্থানে ঘরবাড়ি, প্রতিষ্ঠান, ছাত্রাবাস ও রাস্তায় পানি জমেছে। জলাবদ্ধতার কারণে অনেক সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ঘরের সামনে পানি জমায় অনেকে গৃহবন্দী হয়ে পড়েছেন। কারও কারও রান্নাঘর-টিউবওয়েলের কিছু অংশ ডুবে গেছে পানির নিচে। এছাড়া ছাত্রাবাসে পানি ঢুকে পড়ায় পড়ার টেবিল ও বই নষ্ট হয়েছে।

আরামবাগ এলাকার মাহমুদুর রহমান জানান, ‘আগে অনেক বৃষ্টি হলেও বাসাবাড়িতে কখনো পানি উঠেনি। এবার বৃষ্টিতে বাসাবাড়িতে পানি উঠে গেছে। ফলে ঘরের জিনিসপত্র নিয়ে বিপাকে পড়েছি। পৌরসভার ড্রেনের কাজ চলমান থাকায় এই সমস্যা হয়েছে। তাই দ্রুত ড্রেনের কাজ শেষ করার অনুরোধ জানাচ্ছি।’

শান্তিরমোড় এলাকার ফয়জুল জানান, ‘হঠাৎ বৃষ্টির কারণে বাড়িতে পানি উঠে গেছে। তাই ঘরের ভেতর পানি জমে যাওয়ার কারণে বিপাকে পড়েছি।’

নবাবগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী ইয়ামিন বলেন, ‘মেসে বৃষ্টির পানি প্রবেশ করায় বই খাতা সব ডুবে গেছে। ঘর থেকে পানি নিষ্কাশন করতে পেরেশানিতে (কষ্ট বা ঝামেলায়) পড়তে হয়েছে।’

জলাবদ্ধতা নিয়ে ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়ে জামায়াত মনোনীত চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী নুরুল ইসলাম বুলবুল লিখেছেন, ‘মাত্র কয়েক ঘণ্টার বৃষ্টিতেই পানিতে ডুবে গেছে প্রাণের শহর চাঁপাইনবাবগঞ্জ। অপরিকল্পিত নগরায়ণ ও অদক্ষ পানি নিষ্কাশন ব্যবস্থার কারণে শহরের বিভিন্ন সড়ক, বাজার এমনকি অনেক বাসাবাড়িতেও ঢুকে গেছে বৃষ্টির পানি। শহরের এই দুরবস্থা দেখিয়ে দেয়, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কতটা প্রয়োজন ছিল। অথচ এখনো অনেক জায়গায় কাজ অসম্পূর্ণ, খাল-পুকুর ভরাট হয়ে গেছে, আর তার ফল ভোগ করছে সাধারণ মানুষ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি, দ্রুত ড্রেনেজ ব্যবস্থার কাজ সম্পন্ন করা হোক। খাল, পুকুর ও প্রাকৃতিক জলাধারগুলো পুনঃখনন করা হোক।’

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী তোফিকুল ইসলাম জানান, ‘চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় কয়েকটি স্থানে ড্রেনের কাজ চলমান আছে। এজন্য হঠাৎ বৃষ্টিতে কিছুটা জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আশা করি ড্রেনের কাজ শেষ হলে জলাবদ্ধতার নিরসন হবে।’

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।