রংপুর পীরগাছায় গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বই প্রদান

রংপুর পীরগাছায় গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বই প্রদান

2 November, 2025 | সময়: 7:51 pm

রংপুরের পীরগাছায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গরীব ও মেধাবী এইচএসসি শিক্ষার্থীদের মাঝে বই প্রদান করা হয়েছে। রোববার দুপুরে উপজেলার পাওটানাহাট কলেজে এক আলোচনা সভা শেষে তারেক রহমানের পক্ষে এসব বই তুলে দেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

Ad1st বিজ্ঞাপন

কলেজের হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও স্থানীয় ছাওলা ইউপি চেয়ারম্যান নাজির হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর-৪ আসনের বিএনপির মনোনয়ন প্রার্থী আলহাজ্ব এমদাদুল হক ভরসা। এসময় বক্তব্য দেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম রাঙা, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ডালেজ, উপজেলা যুবদলের আহবায়ক জাহাঙ্গীর আলম, কারমাইকেল কলেজ ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান তানভীর, ছাওলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোকারুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বারী জুলফিকার, পীরগাছা সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুকুল মিয়া, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোশাররফ হোসেন, কলেজের গর্ভানিং বডির সভাপতি আব্দুস সালাম মন্ডল।

অনুষ্ঠানে ছাওলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাজ্জাদুল ইসলাম, সাধারণ সম্পাদক আহসান হাবীব হারুন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোস্তফা কামাল সাজু এবং কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

যুক্তরাজ্য জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের সভাপতি সাহিদুর রহমান সাহিদ এর সহযোগিতায় অনুষ্ঠানে বক্তাগণ কলেজের নানা সমস্যা, দলীয় অযুহাত দেখিয়ে এমপিও ভূক্ত না করায় শিক্ষক-কর্মচারীগণ মানবেতর জীবন যাপন করার বিষয়ে বক্তব্য দেন এবং দ্রুত কলেজটি এমপিও ভূক্ত করণের জন্য সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আর্কষন করেন।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।