জন্মদিনে ভক্তদের কাছে ক্ষমা চাইলেন শাহরুখ

জন্মদিনে ভক্তদের কাছে ক্ষমা চাইলেন শাহরুখ

3 November, 2025 | সময়: 4:11 pm

বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিন ছিল রোববার (২ নভেম্বর)। এই দিন ৬০তম জন্মদিন পালন করলেন অভিনেতা। তবে বাদশাহ তার ভক্ত-অনুরাগীদের হতাশ করেছেন।

Ad1st বিজ্ঞাপন

৬০তম জন্মদিনে বলিউড বাদশার দেখা পাওয়ার আশায় অধীর অপেক্ষায় ছিলেন ভক্ত-অনুরাগীরা। কিন্তু তার ভক্ত-অনুরাগীদের দেখা দিলেন না শাহরুখ খান। সেই আশাভঙ্গ করলেন বাদশাহ নিজেই। জানালেন নিরাপত্তার কারণে প্রকাশ্যে আসবেন না তিনি। সে জন্য ক্ষমাও চাইলেন কিং খান।

শনিবার রাত ১২টা থেকে শাহরুখকে এক ঝলক দেখার জন্য ভিড় জমান দেশ-বিদেশের ভক্ত-অনুরাগীরা। রোববার সন্ধ্যায় কিং খান তার সামাজিক মাধ্যমে জানান, তিনি বাইরে আসতে পারবেন না।

সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাসে শাহরুখ লিখেছেন—প্রশাসনের পরামর্শ মেনে আমি বাইরে বেরোতে পারব না। যে অসাধারণ মানুষেরা আমার জন্য অপেক্ষা করছেন, তাদের শুভেচ্ছাও জানাতে পারব না। আপনাদের সবার কাছে আমি গভীরভাবে ক্ষমাপ্রার্থী। কিন্তু এত ভিড় নিয়ন্ত্রণ করতে এবং নিরাপত্তার জন্যই আমাকে এমন পরামর্শ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাদশাহ।

শাহরুখের বিশ্বাস, তার পরিস্থিতি বুঝতে পেরেছেন অনুরাগীরা। তিনি লিখেছেন, ‘আমাকে বোঝার জন্য এবং আমার ওপর বিশ্বাস রাখার জন্য সবাইকে ধন্যবাদ। আপনারা আমাকে দেখতে পেলেন না। আমারও আপনাদের দেখতে না পেয়ে খারাপ লাগছে।’

কিং খান বলেন, আপনাদের সবার সঙ্গে দেখা করার জন্য আমিও অপেক্ষা করেছিলাম। ভেবেছিলাম— আপনাদের সঙ্গে ভালোবাসা শেয়ার করে নেব আজ। আপনাদের সত্যিই খুব ভালোবাসি।

বছর দুয়েক আগেও শাহরুখের জন্মদিনে ‘মান্নাত’-এর সামনে উপচেপড়া ভিড় ছিল। মধ্যরাতে ছাদে উঠে দুই পাশ দুই হাত ছড়িয়ে দিয়ে ‘সিগনেচার পোজ’ দিতেন বাদশাহ। অগুনতি ভক্তসমাগম এবং তাদের পাগলামি চাক্ষুষ করতেন। কিন্তু গত বছর থেকেই সেই ধারায় ইতি পড়েছে। গত বছরও নিরাপত্তার জন্য জন্মদিনে ভক্তদের সঙ্গে দেখা করেননি শাহরুখ। এবারও সেই একই ধারা বজায় থাকল।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।