ডেঙ্গুতে একদিনে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৭

ডেঙ্গুতে একদিনে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৭

3 November, 2025 | সময়: 7:39 pm

ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে মৃত্যুর সংখ্যা ক্রমান্বয়ে বেড়েই যাচ্ছে। একই সঙ্গে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যাও হুঁ হুঁ করেই বাড়ছে। সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী, গত একদিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন পাঁচ জন। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৪৭ জন রোগী। চলতি বছর এখন পর্যন্ত মশাবাহিত রোগটিতে মৃতের সংখ্যা বেড়ে ২৮৮ জনে দাঁড়িয়েছে।

Ad1st বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে সোমবার এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা বিভাগেই ৩ জন মারা গেছেন। পাশাপাশি এই সময়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও রাজশাহী বিভাগে ডেঙ্গুতে একজন করে মোট ২ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে গত একদিনে ঢাকা উত্তর সিটি করপোরেশনে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (২৮৪ জন) হাসপাতালে ভর্তি হয়েছে।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ২৬৬ জন ছাড়াও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪৫ জন, বরিশাল বিভাগে ১৩২, চট্টগ্রাম বিভাগে ৯৮, রাজশাহী বিভাগে ৭০, ময়মনসিংহ বিভাগে ৬৫, খুলনা বিভাগে ৫৯, রংপুর বিভাগে ১৯ জন, সিলেট বিভাগে ৯ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

চলতি বছর ১ জানুয়ারি থেকে সোমবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ২৮৮ জন মারা গেছেন। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু (১৩৭ জন) হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে।

পাশাপাশি এই সময়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৪৩ জন ছাড়াও বরিশাল বিভাগে ৪০ জন, চট্টগ্রাম বিভাগে ২৫ জন, রাজশাহী বিভাগে ১৬ জন, ময়মনসিংহ বিভাগে ১২ জন, খুলনা বিভাগে ৮ জন, ঢাকা বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে একজন ডেঙ্গুতে মারা গেছেন।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।