দিনাজপুর ৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন খালেদা জিয়া

দিনাজপুর ৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন খালেদা জিয়া

3 November, 2025 | সময়: 7:13 pm

স্টাফ রিপোর্টার: সোমবার (৩ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থীদের নাম পড়ে শোনান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আসন্ন জাতীয় নির্বাচনে দলটির চেয়ারপারসন খালেদা জিয়া দিনাজপুর-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

Ad1st বিজ্ঞাপন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭ আসনে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রার্থী ঘোষণার আগে দুপুর সাড়ে ১২টায় জরুরি বৈঠকে বসেন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা। লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী এই বৈঠকে চলা।

এদিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নাম ঘোষনার সাথে সাথে দিনাজপুরে জেলা বিএনপির অফিসে আনন্দ উদ্দিপনা ছড়িয়ে পড়ে, দিনাজপুরে মিষ্টি বিতরণের হিড়িক পড়ে যায়।

দিনাজপুর জেলা বিএনপি’র অফিস থেকে বিরাট আনন্দ মিছিল বের হয়। মিছিলটি শহর ঘুরে শেষে জেলা বিএনপি অফিসে এসে সমাপ্ত হয় ।

জেলা বিএনপির সাধারন সম্পাদক (স্থগিত) বখতিয়ার আহমেদ কোচি জানান, দিনাজপুর ৩ আসন থেকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়ন ঘোষনার পর থেকে জেলা বিএনপি অফিসে নেতাকর্মীদের মাঝে ব্যপক উৎসাহ উদ্দিনা দেখা দিয়েছে। এ ব্যপারে তিনি আরো বলেন, নেতৃমোদের খালেদা, দিনাজপুরের গর্ব মোদের আলাদা।

জেলা বিএনপি’র তথ্য ও প্রচার বিষয়ক সম্পাদক মোঃ মঞ্জুর মুর্শেদ সুমন জানান, দিনাজপুর ৩ আসন থেকে বেগম খালেদা জিয়া প্রার্থী মনোনিত হওয়ায়, দিনাজপুর বিএনপির নেতাকর্মীরা চরম আবেগাপ্লুত। বেগম খালেদা জিয়া জয়লাভ করলে দিনাজপুর ৩ আসনের সকল থেমে থাকা উন্নয়ন গুলো আবার পুনরুজ্জীবিত হবে। শুধু দিনাজপুরে নয়, দিনাজপুরের আশেপাশের উপজেলা এবং জেলাগুলোতেও উন্নয়নের ছোয়া পড়বে। তিনি আরো জানান, শুধু দিনাজপুর ৩ আসন নয় উত্তরবঙ্গ তথা রংপুর এবং রাজশাহীর ১৬ জেলায় বিএনপিকে বিপুল পরিমান ভোটে আমরা জয়যুক্ত করবো, যা বাংলাদেশে নির্বাচনের এক নতুন রেকোর্ড হিসেবে বিবেচিত হবে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।