পার্বতীপুরে নারীকর্মীর শ্লীলতাহানির মামলায় ইনস্যুরেন্স কোম্পানীর ডিজিএম গ্রেপ্তার

পার্বতীপুরে নারীকর্মীর শ্লীলতাহানির মামলায় ইনস্যুরেন্স কোম্পানীর ডিজিএম গ্রেপ্তার

3 November, 2025 | সময়: 8:56 pm

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বিন্ন্যাকুড়ি শাখা অফিসের ডিজিএম ও ইনচার্জ, মো: হারুন অর রশিদ কে গ্রেপ্তার করেছে পার্বতীপুর মডেল থানা পুলিশ।

Ad1st বিজ্ঞাপন

গতকাল রবিবার রাত ১০টায় (২ নভেম্বর) পার্বতীপুর জোনাল অফিসের প্রধান পার্বতীপুর শাখা কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

এঘটনায় আজ সোমবার (৩ নভেম্বর) বেলা ১২টায় পার্বতীপুর মডেল থানায় সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বিন্ন্যাকুড়ি শাখা অফিসের ডিজিএম ও ইনচার্জ মো: হারুন অর রশিদ এর বিরুদ্ধে হত্যার হুমকি, মারধর ও শ্লীলতাহানির অভিযোগ এনে চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর শাখা অফিসের এজিএম ও ইনচার্জ মোছাঃ আরজিনা খাতুন মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত মো : হারুনুর অর রশিদ ওই নারী কর্মকর্তা গলা টিপে হত্যা চেষ্টা শ্লীলতাহানি ও মারধর করে। এসময় দিনাজপুর জোনাল অফিসের গ্রাহক এগিয়ে এলে তাদের ধাক্কা দিয়ে ফেলে দেয়। পার্বতীপুর জোনাল অফিসে সিসি টিভির ভিডিও ফুটেজে দেখা যায় ওই নারী কর্মকর্তাকে গলা টিপে হত্যার চেষ্টা করছেন। তাকে এলোপাতাড়ি কিল ঘুষি মারছে। গত ২৭ অক্টোবর থেকে ২ অক্টোবর পর্যন্ত চিরিরবন্দর উপজেলা হাসপাতালে ২ দিন চিকিৎসাধীন ছিলেন।

পার্বতীপুর জোনাল পার্বতীপুর অফিসের তার একাধিক সহকর্মীরা জানান, তিনি অফিসে আসলে স্যারের সাথে অসৌজন্যমূলক আচরণ করে। ইতিমধ্যে বিন্যাকুড়ি শাখা অফিসের ২০ গ্রাহকের বীমায় সঞ্চয়ের টাকা, বিমা দাবি চেক আত্মাত করেন। আজ পর্যন্ত হিসাব দেয়নি। ওনি জাল সনদে ২০ বছর চাকরি করেছেন। এর জন্য একটি কমিটি গঠন হয়। কমিটি তার জাল সনদ প্রমাণ পায়।

এব্যাপারে অভিযুক্ত মো: হারুন অর রশিদ অভিযোগ অস্বীকার করে বলেন, ২৭ অক্টোবর সন্ধ্যায় যে ঘটনা ঘটছে তার জন্য ক্ষমা চেয়েছি। আমি গ্রাহকদের টাকা ফেরৎ দিয়ে দিবো। আমার ভুল হয়েছে।

এব্যাপারে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, পার্বতীপুর জোনাল অফিসে ঘটনার দিন ঘটে বা সিসি টিভির ভিডিও ফুটেজ পুলিশ উদ্ধার। তার সহকর্মী শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত মো:হারুন অর রশিদ কে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

এব্যাপারে সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লি. দিনাজপুর জেনারেল মানেজার (জিএম) ফিরোজ সরদার সাজু বলেন, পার্বতীপুর মডেল থানায় নারী কর্মকর্তার দায়ের করা মামলায় পুলিশ বিন্ন্যাকুড়ি শাখা অফিসের ডিজিএম ও ইনচার্জ মো: হারুন অর রশিদ কে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে মাঠ কর্মী, নারী কর্মকর্তার সাথে শ্লীলতাহানীসহ ও টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।