রাজবাটী আর্দশ মানব কল্যাণ সংঘর উদ্যোগে তারুণ্য উৎসব গ্রাহক সেবা পক্ষ উদযাপন
রাজবাটী আর্দশ মানব কল্যাণ সংঘর উদ্যোগে তারুণ্য উৎসব গ্রাহক সেবা পক্ষ উদযাপন
স্টাফরিপোর্টার ॥ ৩ নভেম্বর সোমাবার বেসরকারি উন্নয়ন সংস্থা রাজবাটী আর্দশ মানব কল্যাণ সংঘ‘র আয়োজনে প্রধান কার্যালয়ের রহমত আলী হল রুমে মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির নির্দেশনায় ও উদযাপন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গ্রাহক, তরুণ-তরুণী এবং উদ্দ্যোক্তাদের নিয়ে তারূণ্যে উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে গ্রাহক সেবা পক্ষ অনুষ্ঠিত হয়েছে।
সংস্থার সভাপতি মিহির কুমার ঘোষ এর সভাপতিত্বে তরুণ-তরুণীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সদস্য শুশান্ত কুমার দাস, মোঃ তসলিম আলী।
স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার ঘোষ। আর্দশ মানব কল্যাণ সংঘ‘র নির্বাহী পরিচালক মোঃ আনোয়ার হোসেন বলেন, আমাদের সংগঠনের নিজস্ব অর্থায়নে আমরা ক্ষুদ্র ঋন প্রদান করে তরুণ-তরুণীদের স্বাভলম্বী করে আসছি।
আমরা বিশেষ করে তরুণ, যুবাদের উদ্যোক্তা তৈরী করেছি বলেই তারা তাদের পণ্যজাত দ্রব্য বাজারজাত করে ক্ষুদ্র ব্যবসায়ী হিসেবে সমাজে পরিচিত লাভ করছে। এছাড়া আমরা পরিবেশ সংরক্ষণের জন্য গাছের চারা বিতরণ করেছি। অসহায়দের চিকিৎসা সেবা সহায়তা প্রদান, ক্রীড়া সাংস্কৃতিক কর্মকা-ে যুবক-যবতীদের অংশ গ্রহণ, বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান করেছি। সেই সাথে স্বাস্থ্য সম্মত পায়খানা স্থাপন, যৌতুক, বাল্যবিবাহ প্রতিরোধ, ইভটিজিং, পলিথিন ব্যবহার বর্জনের বিষয় জনগণকে কাপড়ের ব্যাগ ব্যবহারে সচেতন করে আসছি।
সঞ্চালকের দায়িত্ব পালন করেন জেলা ব্যবস্থাপক মোঃ রশিদুল ইসলাম। ম্ক্তু আলোচনায় অংশগ্রহণ করেন উদ্যোক্তা সঞ্জয় কুমার শীল ও শ্রী সঞ্জয় ওরাও। সার্বিক তত্ববধানে ছিলেন সংগঠনের অফিস প্রশাসন রাজেন্দ্র কুমার দাস।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।