সাদুল্লাপুরে ধর্ষণের অভিযোগে গ্রেফতারকৃত আইয়ুব আলীকে নিয়ে পুলিশের প্রেস ব্রিফিং
    সাদুল্লাপুরে ধর্ষণের অভিযোগে গ্রেফতারকৃত আইয়ুব আলীকে নিয়ে পুলিশের প্রেস ব্রিফিং
গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাদুল্লাপুরে ৭০ বছর বয়সের এক বৃদ্ধা ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনার মামলার আসামী আইয়ুব আলীকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।     
      
     
সোমবার (৩ নভেম্বর) বিকেলে গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব পিপিএম ও অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) বিদ্রোহ কুমার কুন্ডু উপস্থিত ছিলেন। গ্রেফতার আসামী আইয়ুব আলী সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের আলীনগরের বাসিন্দা।
প্রেস ব্রিফিংয়ে বলা হয়, গত ১৯ অক্টোবর সকাল ১০টার দিকে আলীনগর গ্রামের বৃদ্ধা নারী তার বাড়ির উত্তরে রাশিদুল ইসলামে হলুদের জমিতে ছাগল চড়াতে যায়। কিছুক্ষণ পর দুপুরের দিকে আসামী আইয়ুব আলী ওই বৃদ্ধাকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।
এ ঘটনায় বৃদ্ধার ছেলে বাদী হয়ে সাদুল্লাপুর থানায় মামলা দায়ের করেন। তখন থেকে ধর্ষক আইয়ুব আলী আত্মগোপন যান। এ আসামীকে গ্রেফতার অভিযান অব্যাহত রাখার একপর্যায়ে রোববার (২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মহানগরের মোহাম্মদপুর থানাধীন ইত্যাদির মোড় নামক এলাকা থেকে আইয়ুব আলীকে গ্রেফতার করা হয়েছে।
গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব পিপিএম বলেন, অত্যন্ত গুরুত্ব সহকারে মামলাটির তদন্ত কার্যক্রম পরিচালনা করা হয়। ইতোমধ্যে ধর্ষণের শিকার বৃদ্ধার ডাক্তারি পরীক্ষাসহ আনুষঙ্গিক কার্যাদি সম্পন্ন করা হয়েছে।
এ দিকে ধর্ষক আইয়ুব আলী গ্রেফতার হওয়ায় মামলার বাদী ও ধাপেরহাট এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে, পুলিশের এমন কঠোর ভৃমিকায় পুলিশের প্রতি সাধারন মানুষের আস্হা বিশেষ করে অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীবের প্রশংসা এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে পুলিশ ইচ্ছে করলেই পারে তা আবার প্রমানিত হল।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
        সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের 
        
            
            ইনস্টাগ্রাম
         
        ভিজিট করুন।