গাইবান্ধায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

গাইবান্ধায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

4 November, 2025 | সময়: 5:34 pm

গাইবান্ধা প্রতিনিধিঃ আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে গাইবান্ধায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

Ad1st বিজ্ঞাপন

জেলা প্রশাসকের আয়োজনে মঙ্গলবার (৪ নভেম্বর) মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।

সভায় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রেদুয়ানুল হালিম, সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার কুন্ডু, র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের উপ-সহকারী পরিচালক মো. জিহাদ হাসান, ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান, জেলা শিক্ষা অফিসার মো. আতাউর রহমান, সদর পানি উন্নয়ন বোর্ডের অফিসার মো. তাহাজুল ইসলাম, গাইবান্ধা আদর্শ কলেজের সহকারী অধ্যাপক খন্দকার আছাদ উন নবী, জেলা সমবায় অফিসের পরিদর্শক মো. জাহেদুল হক, সিভিল সার্জন অফিসের (কো-অর্ডিনেটর) ডা. হারুন অর রশিদ ছাড়াও জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রস্তুতিমূলক সভায় শহীদ বুদ্ধিজীবী দিবসে ওইদিন সকাল সাড়ে ৮টায় স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পন, সাড়ে ৯ টায় আলোচনা সভা হবে। তবে ওইদিন আলোকসজ্জা বন্ধ থাকবে বলে সিদ্ধান্ত নেয়া হয়।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।