ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১১০৪

ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১১০৪

4 November, 2025 | সময়: 5:31 pm

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৪ জন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ১০৪ জন।

Ad1st বিজ্ঞাপন

মঙ্গলবার (৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার (৩ নভেম্বর) সকাল ৮টা থেকে মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ২০৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৪৫, ১৭৫ জন বরিশাল বিভাগে ১৫১, চট্টগ্রাম বিভাগে ১২৫, রাজশাহী বিভাগে ৮৫, ময়মনসিংহ বিভাগে ৭৫, খুলনা বিভাগে ৫৯, রংপুর বিভাগে ৩০ জন, সিলেট বিভাগে ৩ জন।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩ জন ও ত্তর সিটি করপোরেশনে ১ মারা গেছেন। মৃত চার জনের মধ্যে ৩ জন পুরুষ ও ১ জন নারী রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে মঙ্গলবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ২৯২ জন মারা গেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু (১৪০ জন) হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। পাশাপাশি এই সময়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৪৪ জন ছাড়াও বরিশাল বিভাগে ৪০ জন, চট্টগ্রাম বিভাগে ২৫ জন, রাজশাহী বিভাগে ১৬ জন, ময়মনসিংহ বিভাগে ১২ জন, খুলনা বিভাগে ৮ জন, ঢাকা বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে একজন ডেঙ্গুতে মারা গেছেন।

উল্লেখ্য, ২০২৪ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মারা গেছেন মোট ৫৭৫ জন।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।