পাবনার সাঁথিয়ায় সার বিক্রেতার ৫০ হাজার টাকা জরিমানা

পাবনার সাঁথিয়ায় সার বিক্রেতার ৫০ হাজার টাকা জরিমানা

4 November, 2025 | সময়: 6:52 pm

পাবনার সাঁথিয়ায় সোমবার বিকেলে ধুলাউড়ি বাজারে অতিরিক্ত দামে ড্যাপ সার বিক্রয় করায় সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজু তামান্না মোবাইল কোর্টের মাধ্যমে মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

Ad1st বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন সাঁথিয়া থানার পুলিশ সদস্য এবং ধুলাউড়ির সাধারণ মানুষ।

এলাকাবাসী সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজু তামান্নার মোবাইল কোর্টসহ জনস্বার্থে বিভিন্ন কাজের জন্য তাকে সাধুবাদ জানান।

সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজু তামান্না বলেন,জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।