নওগাঁয় উদ্ধারকৃত ৬টি বালি-হাঁস অবমুক্ত

নওগাঁয় উদ্ধারকৃত ৬টি বালি-হাঁস অবমুক্ত

5 November, 2025 | সময়: 10:59 pm

জেলার পোরশা উপজেলায় উদ্ধারকৃত ছয়টি বালি-হাঁস অবমুক্ত করা হয়েছে।

আজ সকালে পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের তৎপরতায় এ পাখিগুলো অবমুক্ত করা হয়।

বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নিতপুর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের নজরুলের বাড়িতে অভিযান চালিয়ে এ হাঁসগুলো উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানাযায়, গোপীনাথপুর গ্রামের নজরুলের বাড়িতে কয়েকটি অতিথি পাখি আটকে রেখে বিক্রির জন্য একজনের সাথে দরদাম চলছে। এমন তথ্য পেয়ে সেখানে গিয়ে ছয়টি বালি হাঁস উদ্ধার করা হয়। পরে সেগুলো নিতপুর পূর্ণভবা নদীর তীরে অবমুক্ত করা হয়।

পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম জানান, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী অতিথি বা পরিযায়ী পাখি ধরা, হত্যা বা শিকার করা, ক্রয়-বিক্রয়, পরিবহন, সংরক্ষণ ও ভক্ষণ দণ্ডনীয় অপরাধ। এই আইন অমান্য করলে অনধিক এক বছরের কারাদণ্ড বা এক লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।

তিনি আরো জানান, এ বিষয়ে একটি মামলা হয়েছে এবং জরিমানা আদায় করা হয়েছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।