দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
ইরান-ইসরাইলের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এ ঘোষণার পরই কমেছে স্বর্ণের দাম।
মঙ্গলবার গত দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দামে বিক্রি হচ্ছে মূল্যবান ধাতুটি। খবর রয়টার্সের।
মঙ্গলবার গ্রিনিচ মান সময় ০২৫৭ এ স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক পাঁচ শতাংশ কমে প্রতি আউন্স বিক্রি হয়েছে তিন হাজার ৩৫১ দশমিক ৪৭ মার্কিন ডলারে। যা ১১ জুনের পর থেকে সর্বনিম্ন।
একই সময়ে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ৯ শতাংশ কমে প্রতি আউন্স বিক্রি হয়েছে তিন হাজার ৩৬৫ দশমিক ৩০ মার্কিন ডলারে।
ইরান-ইসরাইল সংঘাতের জেরে বিনিয়োগকারীরা স্বর্ণের দিকে ঝুঁকেছিলেন। তবে, ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণার পর তারা আগের জায়গা থেকে সরে এসেছেন। এর জন্যই স্বর্ণের দাম কমেছে বলে ধারণা বিশ্লেষকদের।
টেস্টিলাইভের গ্লোবাল ম্যাক্রোর প্রধান ইলিয়া স্পিভাক বলেন, ‘আমেরিকা ও ইরানের মধ্যে উত্তেজনা হ্রাসের লক্ষণ দেখা দেওয়ার পরই স্বর্ণের দাম কমলো।’
গত ১৩ জুন ইরানে আকস্মিকভাবে হামলা চালায় ইসরাইল। এরপর থেকে দুদেশের হামলা পালটা হামলা চলমান। সবশেষ এ আগুনে ঘি ঢালে যুক্তরাষ্ট্র। ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় তারা। এর জবাবে কাতার, সিরিয়া ও ইরাকের মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে তেহরান। সংঘাত শুরুর ১২ দিন পর যুদ্ধবিরতির ঘোষণা দেন ট্রাম্প।
যুদ্ধবিরতি নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি ইসরাইল। কিন্তু, ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা যুদ্ধবিরতির বিষয় ইঙ্গিত দিয়েছেন। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইসরাইলের হামলা বন্ধ না হওয়া পর্যন্ত কোনো যুদ্ধবিরতি হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন।
এদিকে, ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণার পর দাম কমেছে তেলের, যা গত এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।