দিনাজপুরের বিরলে মাথায় অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের নাটক, সাজানো গল্প
দিনাজপুর সংবাদদাতা : দিনাজপুরের বিরলে অস্ত্র ঠেকিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ করেছিলেন এক ব্যবসায়ী। পরে পুলিশি তদন্তে উঠে আসে, পুরো ঘটনাটিই ছিল সাজানো। ঋণের দায় থেকে বাঁচতেই তিনি এই কল্পিত নাটক সাজান।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার (২৫ জুন) দুপুর ২টা ১৫ মিনিটের দিকে বিরল থানার ওসি মোবাইল ফোনে খবর পান, বানিয়াপাড়া রেলগেট সংলগ্ন ব্রিজ এলাকায় এক ব্যবসায়ীর কাছ থেকে ৩৪ লাখ টাকা ছিনতাই হয়েছে।
ঘটনাস্থলে গিয়ে পুলিশ জানতে পারে, মো. মইনুল ইসলাম (৫৫), পিতা- মৃত খোরশেদ আলী, গ্রাম- গোপালপুর, থানা- বিরল, জেলা- দিনাজপুর, নামের ওই ব্যবসায়ী তাঁর বাড়ি থেকে ২৬ লাখ টাকা এবং এনআরবিসি ব্যাংক বিরল শাখা থেকে উত্তোলিত ৮ লাখ টাকা মিলিয়ে মোট ৩৪ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে করে দিনাজপুর শহরের অগ্রণী ব্যাংক স্টেশন রোড শাখায় যাচ্ছিলেন।
মইনুল পুলিশের কাছে দাবি করেন, পথে বানিয়াপাড়া রেলগেট এলাকায় অজ্ঞাতনামা ছিনতাইকারীরা তাঁর পথরোধ করে মাথায় অস্ত্র ঠেকিয়ে টাকাগুলো ছিনিয়ে নেয়।
খবর পেয়ে পুলিশ সুপার দিনাজপুর ঘটনাস্থলে যান। পরে তাঁর নেতৃত্বে একটি তদন্ত দল ছিনতাই-সংক্রান্ত তথ্য-প্রমাণ ও পারিপার্শ্বিক আলামত বিশ্লেষণ করে।
তদন্তে পুলিশ নিশ্চিত হয়, মইনুল ইসলাম কয়েকটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ঋণগ্রস্ত। তদন্ত টিম তাঁকে জিজ্ঞাসাবাদ করলে তিনি নিজেই স্বীকার করেন, ছিনতাইয়ের ঘটনা সাজিয়ে তিনি টাকা লুকিয়ে রেখেছেন।
এরপর তদন্ত দল তাঁকে নিয়ে তাঁর বাড়িতে যায়। সেখান থেকে একটি মোবাইল ফোন, মানিব্যাগ, মোটরসাইকেলের চাবি ও ব্যাংক থেকে উত্তোলিত ৮ লাখ টাকা সহ মোট ১১ লাখ টাকা উদ্ধার করে।
ব্যবসায়ী মইনুলের আবেদনের পরিপ্রেক্ষিতে উদ্ধার করা টাকা থানা হেফাজতে রাখা হয়েছে।
এ বিষয়ে বিরল থানার ওসি বলেন, তদন্তে নিশ্চিত হওয়ার পর ব্যবসায়ী তাঁর ভুল স্বীকার করেছেন। পুরো ঘটনাটিই ছিল একটি প্রতারণামূলক কৌশল। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।