নওগাঁয় পূনর্ভবা নদিতে অবৈধ রিং জাল আটক
নওগাঁর পোরশা নিতপুর সীমান্তের বালা শহিদ এলাকায় পূনর্ভবা নদিতে মাছ ধরার অবৈধ রিং জাল আটক করা হয়েছে।
বৃহস্পতির দুপুরে পোরশা থানা পুলিশ, ১৬ বিজিবি নিতপুর ক্যাম্পের টহলদল এবং মৎস অধিদপ্তরের যৌথ অভিযানে এ জালগুলি আটক করা হয়।
মৎস্য অফিসার শামীম রেজা এবং নায়েব সুবেদার মাহাফুজ টহল দল সহ বিওপি হতে ০১ কিঃমিঃ দক্ষিনে পূনর্ভবা নদীতে অভিযান পরিচালনা করে ১৪টি রিং জাল আটক করে।
পরে আটককৃত রিং জাল জালগুলি পুড়িয়ে ধ্বংস করার করা হয়।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।