ঘোড়াঘাটে ট্রাক কাভার্ডভ্যানের সংঘর্ষ, হতাহত ২
ঘোড়াঘাট, দিনাজপুর : দিনাজপুরের ঘোড়াঘাটে বিকল হয়ে সড়কের পাশে দাড়িয়ে থাকা একটি আম বোঝাই ট্রাকের পিছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইপাহিম ইসলাম (২৩) নামের এক ট্রাক মিস্ত্রি নিহত হয়। এ ঘটনায় তার সহকারী শিমুল মিয়া (১৭) আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে পৌর শহরের ফায়ার ষ্টেশনের সামনের সড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত ইপাহিম ঘোড়াঘাট চাম্পাতলীর রহিম মিয়ার ছেলে ও আহত শিমুল গোবিন্দগঞ্জের ফুলহার গ্রামের শরিফুল ইসলামের ছেলে।
ঘোড়াঘাট থানার ও.সি নাজমুল হক জানান, ঠাকুরগাও থেকে একটি মিনি ট্রাক আম নিয়ে যাওয়ার সময় উক্ত স্থানে ট্রাকটি বিকল হয়ে যায়। পরে ট্রাক মালিক স্থানীয় ২জন মিস্ত্রিকে ডেকে নিয়ে ট্রাকটি মেরামতের সময় দিনাজপুর থেকে একটি কাভার্ড ভ্যান এসে ওই ট্রাকটিকে সজোড়ে ধাক্কা দেয়।
এতে করে ২জন মিস্ত্রি আহত হলে গুরুতর ইপাহিমকে শহীদ জিয়াউর রহমান মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে মারা যায়। অপরজন ঘোড়াঘাট হাসপাতালে ভর্তি আছে। ট্রাক ২টি ঘোড়াঘাট থানা পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।পরিবারে পক্ষ থেকে এখনও কোন অভিযোগ দেয়া হয়নি।
এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান আছে বলে থানা সূত্রে জানা যায়।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।