হিলিতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

হিলিতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

3 October, 2025 | সময়: 4:16 pm

দিনাজপুর সংবাদদাতাঃ দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে রাস্তার পাশে চাতালের বারন্দায় পরে থাকা (৫৫) উর্ধ্ব অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে হাকিমপুর থানা পুলিশ।

শুক্রবার (৩ অক্টোবর) দুপুর বারোটার দিকে হিলি বাজারের গোডাউন মোড় থেকে চুড়িপট্টি যাওয়ার পথে গণেশ বাবুর চাতালের পূর্ব পাশে হাকিমপুর মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল ইসলাম এর চাতালের বারন্দায় পরিত্যক্ত অবস্থায় পৌর শহরের মধ্যে বাসুদেবপুর এলাকা থেকে এই মৃতদেহ উদ্ধার করে পুলিশ।বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ নাজমুল হক।

স্থানীয়রা বলেন, প্রায় সময় এই অজ্ঞাত ব্যক্তি হিলি বাজার, রেলস্টেশন, সিপি মোড়, এবং আশ পাশের এলাকায় ঘুরাফেরা।স্থানীয়দের ধারণা মৃত ব্যক্তি একজন মাদকসেবি এবং তার বাড়ি সৈয়দপুর। তাকে বিহারি হিসেবে অনেই চেনে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।