বিশিষ্ট শিক্ষাবিদ- ভাষা সৈনিক শাহ্ আব্দুল হাইয়ের ৮ম মৃত্যু বার্ষিকী পালিত

বিশিষ্ট শিক্ষাবিদ- ভাষা সৈনিক শাহ্ আব্দুল হাইয়ের ৮ম মৃত্যু বার্ষিকী পালিত
স্টাফ রির্পোটার ॥ বিশিষ্ট শিক্ষাবিদ-ভাষা সৈনিক, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব, রংপুর কারমাইকেল কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর শাহ্ আব্দুল হাই এর ৮ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
প্রফেসর শাহ্ আব্দুল হাই দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার আলোকডিহি ইউনিয়নের গছাহার গ্রামে ঐতিহ্যবাহী শাহ্ পাড়ায় এক সম্ভান্ত মুসলিম পরিবারে ১৪ সেপ্টেম্বর ১৯৩৮ খ্রিষ্ঠাব্দে জন্ম গ্রহণ করেন। পিতা বিশিষ্ট সমাজসেবক মরহুম ডাঃ শাহ্ আব্দুস সোবাহান ও মাতা মরহুমা হাওয়া বিবির সাত কন্যা ও দুই পুত্র সন্তানের মধ্যে তিনি ছিলেন তৃতীয় সন্তান।
তিনি আলোকডিহি জে,বি উচ্চ বিদ্যালয় থেকে ১৯৫৪ সালে মেট্রিক পাশ করেন এবং ১৯৬০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে ¯œাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। নীলফামারী কলেজে শিক্ষকতা শুরু করেন ১২ আগষ্ট ১৯৬১ সালে এবং পরবর্তীতে ২০ জুলাই ১৯৬৫ খ্রিষ্টাব্দে রংপুর কারমাইকেল কলেজে যোগদান করেন।
তিনি বাংলাদেশ গীতিকার, নাট্য শিল্পি হিসেবে যথেষ্ট সুনাম অর্জন করেছেন-লিখেছেন অনেক কবিতা, গান ও স্মৃতি কথা মূলক লেখা। ছাত্র জীবনে অংশ নিয়েছিলেন ৫২‘র মহান ভাষা আন্দোলনে। প্রায় ত্রিশ বছর শিক্ষকতা শেষে সফলতার আলোকাবর্তিকা জ্বালিয়ে চাকুরী শেষে অবসরে যান ১৯৯৫ সালে।
দেশ বরেন্য শিক্ষাবিদ-ভাষা সৈনিক প্রফেসর শাহ আব্দুল হাই পৃথিবীর মায়া কাটিয়ে না ফেরার দেশে চলে যান ২০১৭ সালের ৩ অক্টোবর। তার মৃত্যু বার্ষিকী উপলক্ষে গ্রামের বাড়িতে বায়তুল নূর জামে মসজিদে দোয়া ও মাহফিল, কবর যিয়ারতসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে পরিবারে সদস্যরা।
উল্লেখ্য, শিক্ষার আলো ছড়িয়ে দিতে তার পরিবারে পক্ষ থেকে আলোকডিহি জে,বি উচ্চ বিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে “প্রফেসর শাহ্ আব্দুল হাই শিক্ষা বৃত্তি” চালু করা হয়েছে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।