দিনাজপুরে লায়ন্স ক্লাবের সেবা পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

দিনাজপুরে লায়ন্স ক্লাবের সেবা পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

4 October, 2025 | সময়: 2:11 pm

দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুর লায়ন্স ক্লাবের সেবা পক্ষ উপলক্ষে র‌্যালী ও ফ্রি হোমিও চিকিৎসা এবং ঔষধ প্রদান করা হয়েছে।এ উপলক্ষে ৪ অক্টোবর -২০২৫ শনিবার সকাল ৯টায় শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড (নিমনগর) লায়ন্স ভবন থেকে সেবা পক্ষ্য উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে পুনরায় লায়ন্স ভবনে গিয়ে শেষ হয়।

উক্ত র‌্যালীতে নেতৃত্বে দেন দিনাজপুর লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট লায়ন ইঞ্জিঃ আমজাদ হোসেন ও সেক্রেটারী লায়ন মোঃ মোকাররম হোসেন(দিনাজপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও দিনাজপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান)।

এরপর সকাল দশটায় লায়ন্স ভবনে ফ্রি হোমিও চিকিৎসা এবং ঔষধ প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব দিনাজপুরের প্রেসিডেন্ট লায়ন ইঞ্জিঃ আমজাদ হোসেন, সেক্রেটারি লায়ন মোঃ মোকাররম হোসেন, জয়েন্ট সেক্রেটারি লায়ন বীর মুক্তিযোদ্ধা মোঃ সাইদুর রহমান, ট্রেজারার লায়ন মঞ্জুর-এ-রাব্বী, ফাস্ট ভাইস প্রেসিডেন্ট লায়ন মোঃ সাইদুর রহমান মন্ডল, থার্ড ভাইস প্রেসিডেন্ট লায়ন মোঃ শাহ আলম, রিজিয়ন চেয়ারপারসন (ক্লাবস্) লায়ন মোজাফফর আলী মিলন, ডিরেক্টর লায়ন মোঃ মোকাররম হোসেন খান, লায়ন মোঃ সাইদুর রহমান, লায়ন এম এ খালেক, লায়ন মোঃ মিজানুর রহমান পাটোয়ারী বাবু,সদস্য লায়ন রেজোয়ান হোসেন চৌধুরী রানা, লায়ন মোঃ মাসুদ রানা,লায়ন্স ক্লাবের এ,ও মোঃ আব্দুস সবুর সরকার ,অফিস সহকারী মোঃ আনোয়ার হোসেনসহ লায়ন্স শিশু নিকেতনের শিশুরা ।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।