দেবীগঞ্জে অজগর সাপ উদ্ধার, পাঠানো হলো সিংড়া জাতীয় উদ্যানে

দেবীগঞ্জে অজগর সাপ উদ্ধার, পাঠানো হলো সিংড়া জাতীয় উদ্যানে

4 October, 2025 | সময়: 2:15 pm

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা থেকে একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। প্রায় সাড়ে সাড়ে ৫ ফুট থেকে ৬ ফুট দৈর্ঘ্য অজগর সাপটি উদ্ধার করার পর ঠাকুরগাঁও সদর উপজেলার সিংড়া জাতীয় উদ্যানে পাঠানো হয়েছে। ৪ সেপ্টেম্বর শনিবার সকালে দেবীগঞ্জ উপজেলা রেঞ্জ কর্মকর্তার কার্যালয় থেকে পাঠানো হয়।

৩ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে সাড়ে পাঁচটায় দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের আতখানারপাড় এলাকার একটি ধানক্ষেতে সাপটি দেখতে পায় স্থানীয়রা। পরে তাদের চিৎকারে স্থানীয় লোকজন ধানক্ষেতে এসে জড়ো হন সাপটি দেখার জন্য। পরে সাপটি ঘেড়াও করে রেখে দেবীগঞ্জ বনবিভাগের লোকজনদের খবর দেয়া হয়।

দেবীগঞ্জ বনবিভাগের সদর বিট কর্মকর্তা রিয়াজুল হাসনাত ও বাগান মালি (বিএম) সাজু ইসলাম ঘটনাস্থলে গিয়ে অজগর সাপটি সাপটি উদ্ধার করে। সাপটি উদ্ধার করে দেবীগঞ্জ বন বিভাগের অফিসে নিয়ে আসা হয়। সেখান থেকে পরে অজগর সাপ টিকে ৪ সেপ্টেম্বর শনিবার সকালে ঠাকুরগাও সিংড়া জাতীয় উদ্যানে পাঠানো হয়।

ধারনা করা হচ্ছে অজগর সাপটি ভারত থেকে নদী পথে বাংলাদেশে প্রবেশ করে। নদী থেকে পরে লোকালয় চলে আসে।

স্থানীয়রা জানান, সাপটি খাবার খাওয়ার জন্য হয়তো লোকালয়ে চলে আসে। তারপর সাপটি ধানক্ষেতের নেটের ভিতরে আটকা পড়ে। তখন আমরা সাপটি আটক করে বন বিভাগে খবর দেই। তখন তারা এসে সাপটি নিয়ে যায়।

দেবীগঞ্জ সদর বিট কর্মকর্তা রিয়াজুল হাসনাত জানান, কালীগঞ্জের আতখানারপাড় এলাকায় ধানক্ষেতে স্থানীয় লোকজন অজগর সাপটি দেখতে পেয়ে আমাদেরকে খবর দিলে আমরা গিয়ে সাপটি উদ্ধার করে দেবীগঞ্জ বন বিভাগে নিয়ে আসি।

দেবীগঞ্জ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মন্জুরুল করিম জানান, সাপটি উদ্ধার করার পর অফিসে নিয়ে আসা হয়। তারপর সদর বিট অফিসের হেফাজতে রেখে শনিবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার সিংড়া জাতীয় উদ্যানে পাঠানো হয়েছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।