রোববার থেকে ৩ দিনের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কর্মসূচি শুরু

রোববার থেকে ৩ দিনের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কর্মসূচি শুরু

4 October, 2025 | সময়: 6:03 pm

তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে তিন দিনের কর্মসূচি শুরু হচ্ছে আগামীকাল রোববার (৫ অক্টোবর)। এই কর্মসূচি করছে তিস্তা নদী রক্ষা আন্দোলন। আগামী বছর জানুয়ারিতেই প্রকল্পের প্রথম ধাপের কাজ শুরু করতে হবে বলে দাবি জানানো হয়েছে।

শুক্রবার বিকেলে রংপুর চেম্বার ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এসব কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে—৫ অক্টোবর রংপুর বিভাগের ৫ জেলায় পদযাত্রা ও জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান, ৯ অক্টোবর উপজেলা পর্যায়ে গণমিছিল ও গণসমাবেশ এবং ১৬ অক্টোবর নদী তীরবর্তী ১০ উপজেলার ১১টি স্থানে একযোগে মশাল প্রজ্জ্বলন।

দুলু বলেন, ‘২০২৬ সালের জানুয়ারিতে তিস্তা মহাপরিকল্পনার প্রথম ধাপের কাজ শুরু করার আশ্বাস দিয়েছিলেন পানিসম্পদ উপদেষ্টা। ১২ হাজার কোটি টাকা ব্যয়ে ১০ বছর মেয়াদি এ প্রকল্পের প্রথম ধাপে ৫ বছরে ব্যয় হবে ৯ হাজার ১৫০ কোটি টাকা। এর মধ্যে ৬ হাজার ৭০০ কোটি টাকা চীনের ঋণ এবং বাকি ২ হাজার ৪১৫ কোটি টাকা সরকারি কোষাগার থেকে দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন। আমরা আর প্রতিশ্রুতি চাই না, এখনই কাজ শুরুর প্রমাণ দেখতে চাই। এটি দুই কোটি মানুষের প্রাণের দাবি।’

সংবাদ সম্মেলনে রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।