কাহারোল হাঁটে অবৈধ নছিমন, করিমন চলাচলে সাধারণ ক্রেতাদের ভোগান্তি

কাহারোল হাঁটে অবৈধ নছিমন, করিমন চলাচলে সাধারণ ক্রেতাদের ভোগান্তি
দিনাজপুর সংবাদদাতা : দিনাজপুরের কাহারোল উপজেলার কাহারোল গরুর হাট উত্তরঞ্চলের সর্ববৃহৎত এই হাটটি গরু ও মহিষ সহ ছাগলের জন্য বিখ্যাত।
কাক ডাকা ভোর হতে দূর দূরান্ত জেলা ও উপজেলা থেকে ব্যবসায়ীরা গরু বিক্রয়ের নছিমন, করিমন, ভটভটি ও বিভিন্ন তিন চাকার শতশত যানবাহনে করে গরু, মহিষ, নিয়ে আসে হাটে। হাটের পার্কিং এর জায়গা না থাকায় রাস্তার উপর দাঁড়িয়ে গাড়ী গুলি থেকে গরু, মহিষ নামান।
রাস্তার উপর দাঁড়িয়ে গরু মহিষ নামানোর ফলে রাস্তায় তীব্র যানযোট সৃষ্টি হয়। এত করে রাস্তায় চলাচল করতে পারেনা সাধারণ কোন গাড়ী।
শনিবার হাটের দিন তীব্র যানযোটের কারনে বাড়ছে অহরোহ দূর্ঘটনা। রাস্তাতার পাশে দাড়িয়ে থাকে শতশত অবৈধ যানবাহন। হাটে পশু ওঠা নামরা কাজেও চলে সড়কের উপরেই। নির্ধারিত পার্কিং ব্যবস্থা না থাকায় বাধ্য এই সব যানবাহন রাস্থা দখল করে রাখে, যা সাভাবিক চলাচলে বড় বাঁধা হয়ে দাড়ায়।
শনিবার ইসাই গ্রামের মুদি ব্যবসায়ী অভিযোগ করে বলেন বছরের পর বছর এই সমস্য চললেও প্রশাসনের পক্ষে থেকে দৃশ্যমান কোন পাকিং ব্যবস্থা গ্রহন করার উদ্যোগ গ্রহন করা হয়নি। ফলে দিন দিন বাড়ছে দূর্ঘটনা।
কাহারোল গরুর হাট উত্তরবঙ্গের সর্ববৃহৎ গরুর হাট। প্রতি শনিবারে প্রায় ৩০ হাজার পশু ক্রয় বিক্রয় হয়। এই হাটে আসা শতশত পশুবাহী বেশির ভাগই নছিমন, করিমন ও ভটভটি। এই গাড়ী গুলো পার্কিং এর জায়গা না পেয়ে রাস্তার দুই ধারে সারিবদ্ধ ভাবে দাঁিড়য়ে থাকে।
কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ মোকলেদা খাতুন মিম বলেন, পাকিং এর জায়গা নেই কাহারোল হাটে। বিষয়টি হাট কমিটি ও হাট উন্নয়ন বিষয়ক মিটিংয়ে আলোচনা করে ব্যবস্থা করা হবে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।