বগুড়ার শিবগঞ্জে সরকারি বাসায় ফার্মাসিস্টের মরদেহ উদ্ধার

বগুড়ার শিবগঞ্জে সরকারি বাসায় ফার্মাসিস্টের মরদেহ উদ্ধার

5 October, 2025 | সময়: 6:32 pm

বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ২য় তলার সরকারি বাসা থেকে ফার্মাসিস্ট আব্দুল মতিন (৪০) এর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে শিবগঞ্জের গুজিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের আয়া লাভলী আক্তার ভিতরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে বিষয়টি অফিস কর্তৃপক্ষকে জানালে পুলিশ গিয়ে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।

আব্দুল মতিনের রান্নার কাজে সহায়তা করা আমিরুল ইসলাম জানান, তার দীর্ঘদিন ধরে হার্টের সমস্যা ও শ্বাসকষ্ট ছিল।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান শাহীন বলেন, এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।