পাবনার চাটমোহরে বিদেশি রিভলবার সহ যুবক আটক

পাবনার চাটমোহরে বিদেশি রিভলবার সহ যুবক আটক

5 October, 2025 | সময়: 7:06 pm

পাবনার চাটমোহর থেকে বিদেশি রিভলবারসহ এক যুবককে আটক করেছে র‌্যাব। আটককৃত হলেন উপজেলার ফৈলজানা ইউনিয়নের কুয়াবাসী গ্রামের আদম আলী মন্ডলের ছেলে রিপন মন্ডল (২৬)।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৪ অক্টোবর) দিবাগত রাতে র‌্যাব-১২ পাবনার কমান্ডিং কর্মকর্তা এনামুল হকের নেতৃত্বে র‌্যাবের একটি দল চাটমোহর উপজেলার কুয়াবাসী কদমতলী সড়কের উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে রিপনকে আটক করে।

পরে তার কাছ থেকে পাকিস্তানী তৈরি একটি রিভলবার জব্দ করা হয়। আটককৃত রিপনকে রবিবার (৫ অক্টোবর) চাটমোহর থানায় সোপর্দ করা হয়।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনজুরুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান,এ ব্যাপারে থানায় তার বিরুদ্ধে অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার দায়ে মামলা হয়েছে। রিপন রবিবার দুপুরে আদালতের মাধ্যমে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।