রাজশাহীর বাঘায় ২ চোরাই মোটরসাইকেল সহ ছাত্রদল নেতা আটক

রাজশাহীর বাঘায় ২ চোরাই মোটরসাইকেল সহ ছাত্রদল নেতা আটক

5 October, 2025 | সময়: 7:09 pm

রাজশাহীর বাঘায় দুইটি চোরাই মোটরসাইকেলসহ রোহান ইসলাম (২৩) নামে এক ছাত্রদল নেতাকে আটক করা হয়েছে। শনিবার রাত সাড়ে ১২টার দিকে রাজশাহীর টি-বাঁধ এলাকা থেকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সহযোগিতায় বাঘা থানার পুলিশ তাকে আটক করে।

রোহান ইসলাম চারঘাট উপজেলার মুক্তারপুর গ্রামের ইজাজুল ইসলামের ছেলে এবং চারঘাট আলহাজ এম এ হাদী ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের সভাপতি। সভাপতির বিষয়টি নিশ্চিত করেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন।

জানা গেছে, শুক্রবার রাত ৮টার দিকে বাঘা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে শাকিল হোসেনের আর-ওয়ান ফাইভ মোটরসাইকেল চুরি হয়। বিভিন্নস্থানে খোঁজ করে মোটরসাইলে না পেয়ে তার পিতা মোস্তাক সরকার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে জেলা গোয়েন্দা পুলিশের সহায়তায় রাজশাহীর পদ্মা নদীর টি-বাঁধ এলাকা থেকে মোটরসাইকেলসহ রোহানকে আটক করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে রোহান আরও একটি মোটরসাইকেল চুরির কথা স্বীকার করে। তার দেওয়া তথ্য অনুযায়ী চারঘাট উপজেলার বাবুপাড়া এলাকা থেকে আরও একটি অ্যাপাচি আরটিআর মোটরসাইকেল পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকার থেকে উদ্ধার করা হয়। এ সময় সোহাগ আলী নামের আরও এক ব্যক্তিকে আটক করা হয়।

১৯ সেপ্টেম্বর চারঘাট উপজেলার বাবুপাড়া থেকে সোহেল রানার মোটরসাইকেল চুরি হয়।

এ বিষয়ে বাঘা থানার ওসি আ.ফ.ম. আছাদুজ্জামান বলেন, “উদ্ধার হওয়া দুইটি মোটরসাইকেল মালিককে দেওয়া হবে। রোহান ও সোহাগকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।”

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।