তিস্তা নদী রক্ষা মহাপরিকল্পনা বাস্তবায়নে গাইবান্ধায় পদযাত্রা ও স্মারণলিপি প্রদান

তিস্তা নদী রক্ষা মহাপরিকল্পনা বাস্তবায়নে গাইবান্ধায় পদযাত্রা ও স্মারণলিপি প্রদান

5 October, 2025 | সময়: 7:29 pm

গাইবান্ধা প্রতিনিধিঃ অন্তবর্তীকালীন সরকারের মেয়াদকালে তিস্তা নদী রক্ষা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ৪ দফা দাবীতে গাইবান্ধায় পদযাত্রা ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি।

রোববার (৫ অক্টোবর) দুপুরে জেলা তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক পদযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ওইখানে গিয়ে মিলিত হয়। পরে জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ-এর মাধ্যমে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

এসময় বক্তব্য রাখেন তিস্তা নদী রক্ষা আন্দোলন জেলা শাখার আহবায়ক ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহমুদুল নবী টিটুল, সহ-সভাপতি শহীদুজ্জামান শহীদ, সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামানিক, সাদুল্লাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. আব্দুস সালাম, পলাশবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টু, অধ্যাপক এমআর মাকুল মাসুদ ছাড়াও অন্যান্যরা।

স্মারকলিপিতে উল্লেখ করা হয় তিস্তা নদী বাংলাদেশের উত্তরাঞ্চলের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জলাধার। যা দীর্ঘদিন ধরে পানিবন্টন চুক্তি না হওয়া এবং ভারতের একতরফা পানি প্রত্যাহারের কারণে এ অঞ্চলের প্রায় ২ কোটি মানুষ মারাত্মক সংকটে পড়েছে। একদিকে ভারতের পানি প্রত্যাহার। অন্যদিকে ভাঙন এই দুই কারণে বাংলাদেশ অংশে নদীটির তীরবর্তী মানুষদের জীবন জীবিকা ও বসতি হুমকির মধ্যে পড়েছে।

তিস্তায় প্রয়োজনের সময় পানি না পাওয়ায় উত্তরাঞ্চলের গাইবান্ধা, নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও কুড়িগ্রাম জেলার মানুষদের দারিদ্র্যতার হার বেড়ে যাচ্ছে। পরিস্থিতির উন্নতি হচ্ছে না। এই অঞ্চলের জনসাধারণের নানা বৈষম্য দূর করার লক্ষ্যে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি দীর্ঘদিন থেকে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।

রংপুর বিভাগের পাঁচ জেলায় একযোগে এ কর্মসূচী পালন করা হয়েছে। এছাড়াও ৯ অক্টোবর ৫ জেলার উপজেলা পর্যায়ে গণমিছিল ও সমাবেশসহ ১৬ অক্টোবর নদী তীরবর্তী ১১টি স্থানে মশাল প্রজ্জলন করা হবে একযোগে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।