বাংলাদেশের ক্যাম্প ছাড়লেন আরেক ফরোয়ার্ড

বাংলাদেশের ক্যাম্প ছাড়লেন আরেক ফরোয়ার্ড
মো. ইব্রাহীমের পর আরেক ফরোয়ার্ড সুমন রেজা জাতীয় দলের ক্যাম্প ছেড়েছেন। ইনজুরির জন্য দিন তিনেক আগেই বাড়ি রওনা হয়েছিলেন ইব্রাহিম। আজ (রোববার) তার অনুসারী হয়েছেন সুমন রেজা। হংকং ম্যাচের আগে তার সুস্থ হয়ে ফেরা সম্ভব নয়, তাই বাংলাদেশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা আর ঝুঁকি নেননি।
আজ বিকেলে জাতীয় দলের এই স্প্যানিশ কোচ গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন। ফুটবলারদের ইনজুরি অবস্থা জানিয়ে হ্যাভিয়ের ক্যাবরেরা বলেন, ‘আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি যেন সুমন ও ইব্রা সময়মতো চোট কাটিয়ে ওঠে, কিন্তু সেটা সম্ভব হয়নি। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে এবং ক্লাবে ফিরিয়ে দেওয়া হয়েছে– যেখানে তারা পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবে।’
জাতীয় দলের অন্যতম সিনিয়র ফুটবলার তপু বর্মণ, নির্ভরযোগ্য ফুটবলার তারিক কাজী ও উদীয়মান ফুটবলার আল আমিন পুরোপুরি ফিট নন। তাদের সম্পর্কে কোচ জানান, ‘তারিক, তপু ও আল আমিনের ব্যাপারে আমরা আশাবাদী। তারিক আর আল আমিন আজই অনুশীলনে ফিরবে, আশা করি তপুও খুব শিগগিরই ফিরবে।’
তপু, আল আমিন ও তারিক তিনজনই গুরুত্বপূর্ণ ফুটবলার। তিন জনের কেউ যদি হংকংয়ের বিপক্ষে না খেলতে পারেন এটা বাংলাদেশের জন্য বড় ধাক্কাই হবে। আজ বিকেলে অবশ্য সাংবাদিকদের এমন প্রশ্ন আড়ালের চেষ্টা ফরোয়ার্ড রাকিব হোসেনের, ‘খেলোয়াড় কিন্তু এবার অনেক বেশি নেওয়া হয়েছে, কারণ দুই-একজন চোটে আছেন। সব পজিশনেই ব্যাকআপ খেলোয়াড় নেওয়া হয়েছে। আমি মনে করি সমস্যা হবে না।’ রাকিবের আগে একই সুরে কোচ ক্যাবরেরা এ নিয়ে বলে, ‘এজন্যই এবার আমরা স্কোয়াড বড় করেছি।’
ক্যাম্পের প্রথমদিন মোহামেডানের ৬ ফুটবলার ছাড়াই অনুশীলন হয়েছে। মূল খেলোয়াড় হামজা ও সামিত এখনও এসে পৌঁছাননি। পাঁচ জন ফুটবলার ইনজুরিতে। তারাও পূর্ণাঙ্গ অনুশীলনে নেই, এরপরও কোচ ক্যাবরেরা প্রস্তুতি ভালোই বলছেন, ‘অনুশীলন খুব ভালো চলছে। ক্যাম্পের দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। এখন পর্যন্ত দলের অগ্রগতিতে আমি খুবই খুশি ও ইতিবাচক। সব ঠিকঠাক চলছে আরও চারটি অনুশীলন সেশন বাকি আছে। বড় চ্যালেঞ্জের জন্য পুরোপুরি প্রস্তুত হওয়ার সময় এটা।’
হংকংয়ের বিপক্ষে ম্যাচের জন্য কোচ ২৮ জনের প্রাথমিক স্কোয়াড ডেকেছিলেন। ক্যাম্প শুরুর দিন সকালে ডাকেন মোহামেডানের ডিফেন্ডার জাহিদ শান্তকে। মোহামেডান খেলোয়াড় ছাড়বে না এমন অবস্থানের জন্য গোলরক্ষক পাপ্পুকেও ডেকে পাঠান কোচ। ফলে প্রাথমিক স্কোয়াডের সংখ্যা দাড়ায় ৩০ জনে।
ইনজুরির জন্য দু’জন ছিটকে যাওয়ায় বর্তমান সংখ্যা ২৮। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী ম্যাচের আগেরদিন ম্যানেজার্স মিটিংয়ে ২৩ জনের তালিকা জমা দিতে হয়। হ্যাভিয়ের ক্যাবরেরা বাংলাদেশের কোচ হয়ে আসার পর অবশ্য ম্যাচের আগেরদিনের বদলে ম্যাচের দিন এই তালিকা ঠিক হয় এবং তাও আবার কয়েক ঘণ্টা আগে বদল করতে দৌড়ঝাঁপ করতে হয় ম্যানেজারকে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।