নাটোরে বাড়িতে ঢুকে তরুণীকে কোপিয়েছে মুখোশধারী দুর্বৃত্তরা

নাটোরে বাড়িতে ঢুকে তরুণীকে কোপিয়েছে মুখোশধারী দুর্বৃত্তরা

6 October, 2025 | সময়: 10:47 am

নাটোরে বাড়িতে ঢুকে নুসরাত জাহান ইমু (২৪) নামের এক তরুণীকে এলোপাতাড়ি কুপিয়েছে মুখোশধারী দুর্বৃত্তরা।

গতকাল রোববার (৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে চিনিকল এলাকায় এ ঘটনা ঘটে।

ইমুর বাবা নূর ইসলাম জানান, রোববার ইমু ডাইনিং রুমে খাবার খাচ্ছিলেন। আর তার স্ত্রী একটি রুমে টেলিভিশন দেখছিলেন। এ সময় মুখোশধারী চার দুর্বৃত্ত বাড়িতে ঢুকেই ইমুকে কোপায়। ইমুর চিৎকারে সবাই এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

এরপর গুরুতর আহত অবস্থায় তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাড়িতে লুটপাট করতে এই হামলা চালানো হতে পারে বলে মনে করছেন নূর ইসলাম।

নাটোর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সুব্রত কুমার বলেন, ইমুর দুই হাতে ৬টি ও পেটে ৮টি আঘাত করা হয়েছে।

নাটোর সদর থানার ওসি মাহবুর রহমান বলেন, ঘটনাটি জানার পর হামলাকারীদের শনাক্ত ও আটকের জন্য পুলিশ কাজ করছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।