ইসলামী ব্যাংক লুটেরা ও মাফিয়াদের হাত থেকে রক্ষার দাবিতে দিনাজপুরে মানববন্ধন

ইসলামী ব্যাংক লুটেরা ও মাফিয়াদের হাত থেকে রক্ষার দাবিতে দিনাজপুরে মানববন্ধন

6 October, 2025 | সময়: 3:56 pm

দিনাজপুর প্রতিনিধি : ব্যাংক লুটেরা ও মাফিয়া এস আলম কর্তৃক অবৈধভাবে নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তাদের অনতিবিলম্বে ছাটাইয়ের দাবিসহ চার দফা দাবিতে দিনাজপুরে দুইটি সংগঠন মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

সোমবার (৬ অক্টোবর ২৫) সকালে লিলির মোড়স্থ ইসলামী ব্যাংকের সামনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের ব্যানারে সকাল ১০টায় চার দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

গ্রাহক ফোরামের চার দফা দাবির মধ্যে রয়েছে-২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলম কর্তৃক সকল অবৈধ নিয়োগ বাতিল করা, অবিলম্বে দেশের সকল অঞ্চল থেকে মেধা যাচাইয়ের মাধ্যেম দক্ষ ও যোগ্য কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দানের ব্যবস্থা করা, এস আলম কর্তৃক পাচারকৃত লক্ষ কোটি টাকা ফেরত আনার ব্যাপারে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা ও সরকার কর্তৃক অর্থ-সম্পদ দ্বারা এস আলমের দায়-দেনা সমন্বয়ের পদক্ষেপ নেয়া এবং যে সমস্ত ব্যাংক কর্মকর্তা ও ব্যক্তিবর্গ নানা মিথ্যা তথ্য ও অপপ্রচার দ্বারা ব্যাংকের সুনাম-সুখ্যাতি নষ্ট করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা।

মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের গ্রাহক মোঃ সিরাজুল ইসলাম, মোঃ রাশেদুল ইসলাম রিপন, মোঃ আবুল খায়ের, মোঃ লুৎফুর রহমান, মোঃ রফিকুল ইসলাম প্রমূখ।

এদিকে বৈষম্যবিরোধী চাকরী প্রত্যাশি পরিষদ দিনাজপুরের ব্যানারে সকাল ১১টায় একই দাবিতে অপর একটি মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এতে বক্তব্য রাখেন আরাফাত হোসেন, মোঃ কামরুজ্জামান, মোঃ শাহজালাল প্রমুখ।

মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে চার দফা দাবি মেনে নিয়ে মাফিয়া ও লুটেরাদের হাত থেকে ইসলামী ব্যাংককে
রক্ষার দাবি জানান।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।