কুড়িগ্রামে রথ যাত্রা উদযাপন, নিরাপত্তায় কাজ করেছে সেনাবাহিনী
কুড়িগ্রামে হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় অনুষ্ঠান রথ যাত্রার আড়ম্বরপূর্ণ উদযাপন হয়েছে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সেনাবাহিনীর সদস্যদের পূর্ব প্রস্তুতি ও সহযোগিতায় এবারের রথ যাত্রা যথাযথভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকেলে জেলা শহরের পুরাতন পোস্ট অফিস পাড়া হতে রথ যাত্রাটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে সেখানেই ফিরে আসে। সনাতন ধর্মাবলম্বীরা ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে রথ যাত্রায় অংশগ্রহণ করেন।
কুড়িগ্রাম সেনাক্যাম্প সুত্রে জানা গেছে, রংপুর অঞ্চলের ৭২ পদাতিক ব্রিগেড এর অধিনস্থ বিজয়ী বাইশ কুড়িগ্রাম জেলায় সর্বাত্নক নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব পালন করে আসছে। হিন্দু ধর্মাবলম্বীদের উদযাপিত রথ যাত্রায় যে কোনো ধরণের নিরাপত্তা দেবার জন্য বাংলাদেশ সেনাবাহিনী নিয়োজিত রয়েছে। ২৭ হতে ৫ জুলাই পর্যন্ত যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা করার জন্য সেনাবাহিনী সার্বক্ষণিক নিয়োজিত থাকবে বলেও জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
রথযাত্রায় আসা গৌরী রায় বলেন, অনান্য বছরের চেয়ে এ বছর আশঙ্কা ছাড়াই নির্বিঘ্নে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে রথ যাত্রা উদযাপন করতে পারলাম। এ যাত্রায় প্রার্থনা করেছি সকলের মঙ্গল হোক।
কুড়িগ্রাম অস্থায়ী সেনা ক্যাম্প কমান্ডার দাউদ উজ জামান আরাফাত বলেন, রথযাত্রায় কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটে নি। অত্যন্ত সুশৃঙ্খলভাবে রথ যাত্রা সম্পন্ন হয়েছে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।