পঞ্চগড়ের বোদায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

পঞ্চগড়ের বোদায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদায় কমরেড মোহাম্মদ ফরহাদ কমিউনিটি মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের আয়োজনে এবং ঠাকুরগাঁও ডায়াবেটিক ও স্বাস্থ্যসেবা হাসপাতালের সহযোগিতায় সোমবার দিনব্যাপী চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত।
উক্ত চক্ষু ক্যাম্পে ঠাকুরগাঁও ডায়াবেটিক ও স্বাস্থ্যসেবা হাসপাতালে অভিজ্ঞ ডাক্তার ও টিমের সহযোগিতায় রোগীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, ডায়বেটিকস পরীক্ষা করা হয়। ঠাকুরগাঁও ডায়াবেটিকস ও স্বাস্থ্যসেবা হাসপাতাল হতে এ ক্যাম্পের সার্বিক দায়িত্ব পরিচালনা করেন মোঃ আজাদ আলী।
উক্ত ক্যাম্পে চক্ষু রোগী দেখেন, ডা. মোঃ রফিকুল ইসলাম এমবিবিএস সিসিডি (বারডেম) পিজিটি (চক্ষু) মেডিকেল অফিসার (চক্ষু বিভাগ) ঠাকুরগাঁও ডায়াবেটিক ও স্বাস্থ্যসেবা হাসপাতাল। চক্ষু ক্যাম্পের আয়োজকের পক্ষ থেকে সার্বিক বিষয় পরিচালনা করেন মোছা মালেকা বেগম।
উক্ত ক্যাম্পের মোট রোগীর সংখ্যা ছিল প্রায় ২০০ জন এবং চোখে সানি পড়া রোগের সংখ্যা ৫০ জন। উক্ত চোখে সানি পড়া রোগীদের ঠাকুরগাঁও ডায়বেটিক ও স্বাস্থ্যসেবা হাসপাতালে নিয়ে গিয়ে বিনামূল্যে চক্ষু অপারেশন করে নতুন লেন্স সংযোজন করা হবে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।