চাঁপাইনবাবগঞ্জে টাইফয়েডের টিকাদান উপলক্ষে ওরিয়েন্টেশন কর্মশালা

চাঁপাইনবাবগঞ্জে টাইফয়েডের টিকাদান উপলক্ষে ওরিয়েন্টেশন কর্মশালা
টাইফয়েডের টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে আজ চাঁপাইনবাবগঞ্জে কর্মরত সাংবাদিকদের নিয়ে এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ।
জেলা তথ্য কর্মকর্তা রূপ কুমার বর্মণ-এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে সূচনা বক্তব্যে রাখেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মো. সুমন।
আরও বক্তব্য রাখেন জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উজ্জ্বল কুমার সরকার, জেলায় ইসলামি ফাউন্ডেশনের উপ-পরিচালক গোলাম মোস্তফা প্রমুখ।
কর্মশালায় জানানো হয়, এ বছর জেলায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী চারলাখ ৯৭ হাজার পাঁচশ’ জনকে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের আওতায় আনা হবে। এসময় টিকাদান কর্মসূচির লক্ষ্য, সময়সূচি ও জনসচেতনতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় তথ্য তুলে ধরা হয়।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।