বৃহস্পতিবার

১৭ জুলাই, ২০২৫

২ শ্রাবণ ১৪৩২ | ২১ মুহররম, ১৪৪৭

পঞ্চগড়ে জেলা প্রশাসনের আয়োজনে ১৬ জুলাই শহীদ দিবস পালিত

পঞ্চগড়ে জেলা প্রশাসনের আয়োজনে ১৬ জুলাই শহীদ দিবস পালিত

পঞ্চগড় : পঞ্চগড়ে জেলা প্রশাসনের আয়োজনে ১৬ জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুলাই শহীদ দিবস উপলক্ষে বুধবার দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এ আলোচনা সভা।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় পঞ্চগড়ের জেলা প্রশাসক মোহাম্মদ সাবেত আলী আলোচনা সভায় সভাপতিত্ব করেন।

আলোচনা সভায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রীনা পারভীন, পঞ্চগড় জেলা জামায়াতের আমীর ও তেতুঁলিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক ইকবাল হোসাইন, এনপিপির জেলা সমন্বয়কারী নয়ন ইসলম, ইসলামী আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার সভাপতি ক্বারী মোঃ আব্দুল্ল্যাহ, আবু সাঈদের ছেলে কামরুল ইসলাম, আহত রায়হানুল ইসলাম রিফাত, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা খোরশেদ আলম, মাসুদ রানা, মাহফুজুর রহমান, আবু হাসান, মোকাদ্দেসুর রহমান সান বক্তব্য দেন।

সভায় জুলাই অভ্যুত্থানে পঞ্চগড় জেলার ৫ জন শহীদদের পরিচয়ের তালিকা প্রদর্শন করা হয়। দিবসটি উপলক্ষে সকল সরকারি বেসরকারি অফিস আদালত ও বাসভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। সকল মসজিদে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অন্যান্য ধর্মের বিভিন্ন উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

বক্তারা ১৬ জুলাই আবু সাঈদের আত্মত্যাগের ঘটনা ছিল আন্দোলনের টার্নিং পয়েন্ট। আন্দোলনের নতুন মাত্রা যোগ হয়। অবশেষে ৫ আগষ্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে গেলে আন্দোলন সফল হয়। বক্তারা জুলাই বিপ্লবকে ধারণ করে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

শেষে জুলাই শহীদের রুহের মাগফিরাত ও নতুন বাংলাদেশের সমৃদ্ধি উন্নয়ন কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ক্বারী মোঃ আব্দুল্ল্যাহ।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।