দেশের সব শিল্পকলায় একযোগে পালিত হবে আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী

দেশের সব শিল্পকলায় একযোগে পালিত হবে আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী ঢাকাসহ দেশের সব জেলা শিল্পকলা একাডেমিতে আগামীকাল মঙ্গলবার (৭ অক্টোবর) একযোগে পালিত হবে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় ফাহাদকে নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও আলোচনা করা হবে।
সোমবার (৬ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিল্পকলা একাডেমি জানিয়েছে, শহীদ আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকাসহ দেশের সব জেলা শিল্পকলা একাডেমিতে একযোগে অনুষ্ঠিত হবে শহীদ আবরার ফাহাদের জীবন ও কর্মের ওপর আলোচনা অনুষ্ঠান ‘আবরার ফাহাদ : বাংলাদেশের সার্বভৌমত্বের নয়া প্রতীক ও আমাদের সংস্কৃতি’। সেই সঙ্গে আবরার ফাহাদের সাহস আর সংগ্রামকে উপজীব্য করে নির্মিত প্রামাণ্যচিত্র ‘ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ’ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
এতে আরো বলা হয়েছে, আগামীকাল সন্ধ্যা ৭টার দিকে শিল্পকলা একাডেমির নন্দনমঞ্চে অনুষ্ঠানের উদ্বোধন হবে। অনুষ্ঠানে শহীদ আবরার ফাহাদের বাবা মো. বরকত উল্লাহ উপস্থিত থেকে হারানো সন্তানের স্মরণে বক্তব্য দেবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ (কবি রেজাউদ্দিন স্টালিন)। স্বাগত বক্তব্য দেবেন শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক দীপক কুমার গোস্বামী।
অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।