সিরাজগঞ্জে যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত

সিরাজগঞ্জে যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত
উজান থেকে নেমে আসা ঢল ও অতিবৃষ্টির কারণে যমুনা নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে সিরাজগঞ্জে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল থেকে প্রতি ঘণ্টায় ২ সেন্টিমিটার করে পানি বাড়ছে, ফলে নদীর তীরবর্তী এলাকায় দেখা দিয়েছে ভাঙন ও নিম্নাঞ্চল প্লাবনের আশঙ্কা। আতঙ্কে দিন কাটাচ্ছেন নদীপারের মানুষ।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, রোববার থেকে যমুনার পানি বাড়তে শুরু করে। মঙ্গলবার ভোর ৬টায় কাজিপুর পয়েন্টে পানি বেড়েছে ৭৫ সেন্টিমিটার, যা এখন বিপৎসীমার ১৯৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সময়ে হার্ডপয়েন্ট এলাকায় পানি বেড়েছে ৬৪ সেন্টিমিটার, তবে এখনও তা বিপৎসীমার নিচেই রয়েছে।
পাউবোর উপ-বিভাগীয় প্রকৌশলী নাজমুল হোসাইন বলেন, যমুনার পানি এখনো বিপৎসীমার নিচে রয়েছে। তবে নদীতে প্রতি ঘণ্টায় পানি ২ সেন্টিমিটার করে বাড়ছে। ফলে তীরবর্তী অঞ্চলে ভাঙনের ঝুঁকি রয়েছে।
তবে আতঙ্কের কিছু নেই বলে জানিয়েছেন সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান। তিনি বলেন, পানি আরও ১-২ দিন বাড়তে পারে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে বন্যার আশঙ্কা নেই।
এদিকে, যমুনার পানি বৃদ্ধিতে জেলার কয়েকটি নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। নদীতীরবর্তী এলাকার মানুষ ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছেন। প্রতি বছর পানি ওঠানামার সময় যমুনার পাড়ে ব্যাপক ভাঙন দেখা দেয়। ফলে এবারও ফসলি জমি ও ঘরবাড়ি হারানোর আশঙ্কায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।