লালমনিরহাটের হাতীবান্ধায় বন্যার্তদের বিজিবির ত্রাণ বিতরণ ও চিকিৎসাসেবা প্রদান

লালমনিরহাটের হাতীবান্ধায় বন্যার্তদের বিজিবির ত্রাণ বিতরণ ও চিকিৎসাসেবা প্রদান
লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বিজিবি। এ সময় ত্রাণ বিতরণের পাশাপাশি গরিব ও দুস্থদের মাঝে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানে মেডিক্যাল ক্যাম্পেইনের আয়োজন করে ৬১ বিজিবি।
আজ মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার দোয়ানী উচ্চ বিদ্যালয় মাঠে লে. কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম, পিএসসি, অধিনায়ক, ৬১ বিজিবি ওই ত্রাণ বিতরণ ও মেডিক্যাল ক্যাম্পেইনের উদ্বোধন করে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ত্রাণসামগ্রী তুলে দেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, তিস্তা নদীতে হঠাৎ পানি বৃদ্ধি ফলে বন্যায় অনেক মানুষ পানিবন্দি হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। পানিবন্দির ফলে নানা ধরনের পানিবাহিত রোগের দেখা দিয়েছে। তাই গরিব ও অসহায় ৫০টি পরিবারে মাঝে চাল, ডাল, চিঁড়া, তেল, আলু, পেঁয়াজ ও লবণ বিতরণ করা হয়। এ ছাড়া বিনা মূল্যে চিকিৎসাসেবা দিতে মেডিক্যাল ক্যাম্পেইনের আয়োজন করে ৬১ বিজিবি।
এ সময় তাদের বিনা মূল্যে বিভিন্ন রোগের ওষুধ প্রদান করা হয়। তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) লে. কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম বলেন, ‘সীমান্ত রক্ষার পাশাপাশি দেশের যেকোনো বিপর্যয় বিজিবি সব সময় পাশে আছে। গত দুই দিন আগে তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করে বন্যার সৃষ্টি হয়ে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের মানবিক সেবা করার জন্য বিজিবি সব সময় পাশে আছে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।