গাইবান্ধায় যুবলীগ নেতা মমিন গ্রেফতার

গাইবান্ধায় যুবলীগ নেতা মমিন গ্রেফতার
গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর যুবলীগ নেতা ও নানান অপকর্মের মূলহোতা মমিনুল শেখ মমিনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ অক্টোবর) গোবিন্দগঞ্জ থানা থেকে তাকে আদালতে সোপর্দ করা হয়। এর আগে সোমবার (৬ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার গোবিন্দগঞ্জ পৌরসভার বুজরুক বোয়ালিয়া (হীরকপাড়া) এলাকা থেকে মমিনুলকে গ্রেফতার করা হয়েছে।
মমিনুল শেখ মমিন গোবিন্দগঞ্জ পৌরসভার হীরকপাড়ার বাসিন্দা নজরুল ইসলাম শেখ ওরফে নজ্জু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মমিন মূলত নারী লোভী ও দাদন ব্যবসায়ী। তিনি দেড়যুগ ধরে সমিতির আড়ালে এ দাদন চলমান রেখে ছাত্রলীগে যোগ দিয়ে কিশোর গ্যাং গঠন করে। এ সুবাদে হীরকপাড়ায় জমি কেনা-বেচাসহ ও বাড়ি তৈরিতে মনগড়া চাঁদা উঠানোর পাশাপাশি নিজের মাইক্রোবাসযোগে ঢাকা-চট্টগ্রাম থেকে ইয়াবা কারবারিতে জড়িয়ে পড়ে। একসময় ফুলে-ফেঁপে পৌর নির্বাচনে কাউন্সিলর পদেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
এছাড়া মমিনুল নিজ এলাকার ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের নার্স ও ল্যাব অ্যাসিস্ট্যান্টের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়ান। তাদের কল রেকর্ড ও গোপন ভিডিও ধারণের মাধ্যমে জিম্মি করে অনৈতিকভাবে ভাড়া বাসায় রাখতেন। এভাবে ৩-৪টি বিয়ে করেন এবং পরবর্তীতে তাদের তালাক দেন। আর গত ৫ আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পরে সে শিবগঞ্জ উপজেলার মোকামতলা এবং বগুড়া সদরের মালতিনগরে বাসা ভাড়া করে ওইসব অপকর্ম অব্যাহত রাখতেন বলে জানা গেছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, গ্রেফতার মমিনুল পৌর যুবলীগ নেতা এবং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে মামলা রয়েছে। কৌশলে দীর্ঘদিন ধরে পলাতক থাকার একপর্যায়ে তাকে গ্রেফতার করা হয়েছে। এ আসামিকে আজ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।