পলাশবাড়ীতে মাংসের দোকানে সচেতনতামূলক অভিযান

পলাশবাড়ীতে মাংসের দোকানে সচেতনতামূলক অভিযান
গাইবান্ধা প্রতিনিধিঃ অ্যান্থ্রাক্স বা তড়কা রোগ নিয়ন্ত্রণে গাইবান্ধার পলাশবাড়ীতে মাংসের দোকানে সচেতনতামূলক অভিযান পরিচালনা করেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল।
মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে ‘তড়কা রোগে ভীতি নয়, প্রয়োজন সচেতনতা’ এই শ্লোগান নিয়ে পলাশবাড়ী পৌরশহরের বিভিন্ন মাংসের দোকানে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হারুন অর রশীদ।
অভিযানে ভেটেরিনারী সার্জন ডা. হেমায়েত রহমান, উপ-সহকারি প্রাণিসম্পদ কর্মকর্তা (কৃত্রিম প্রজনন) আব্দুর রউফ মিয়া, উপ-সহকারি প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) আতাউর রহমান প্রধান ও এআই টেকনিশিয়ান মোস্তাফিজার রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এসময় মাংস ব্যবসায়ীসহ জনগণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এ সংক্রান্ত রোগ নিয়ন্ত্রণে মাংস প্রক্রিয়াজাতকারী, মাংস ব্যবসায়ীসহ জনগণকে অ্যান্থ্রাক্স বা তড়কা রোগের কারণ, সংক্রমণ, প্রতিরোধ ও করণীয় বিষয়ে সচেতনতামূলক পরামর্শ প্রদান করেন।
পাশাপাশি অসুস্থ পশু জবাই না করাসহ মৃত পশুকে খোলা স্থানে বা পানিতে না ফেলে গভীরভাবে মাটিচাপা দেওয়ার পরামর্শ দেন। যেকোনো পশু’র অসুস্থতার ক্ষেত্রে দ্রæত নিকটস্থ ভেটেরিনারি হাসপাতাল বা প্রাণিসম্পদ দপ্তরের সাথে যোগাযোগ করার পরামর্শ দেয়া হয়।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।