বগুড়ার ধুনটে যমুনা নদীর পানিতে ভেসে আসছে কাঠের টুকরা

বগুড়ার ধুনটে যমুনা নদীর পানিতে ভেসে আসছে কাঠের টুকরা
ভারি বৃষ্টি ও উজানের ঢলে বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে ভারতের দিক থেকে নদী হয়ে ভেসে আসছে কাঠের অসংখ্য টুকরা। ধারণা করা হচ্ছে, উজানের বনাঞ্চল থেকে পানির তীব্র স্রোতে গাছের এসব ভাঙা অংশ ভেসে আসছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল থেকে উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের শহড়াবাড়ী থেকে মাধবডাঙা গ্রামের প্রায় ৭ কিলোমিটার এলাকায় নদীর তীরবর্তী মানুষ নানা উপায়ে এসব কাঠ তীরে তুলছেন। অনেকেই মুঠোফোনে এ দৃশ্য ভিডিও ধারণ করছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, যমুনা নদীতে খড়কুটাসহ বিপুলসংখ্যক কাঠের টুকরা ও গাছের ছাল ভেসে আসছে। অনেকে নদীর পানিতে নেমে কিংবা নৌকা নিয়ে সেসব কাঠ তীরে তুলছেন। স্থানীয়রা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একইভাবে ভেসে আসা কাঠের টুকরা সংগ্রহ করছেন।
স্থানীয় বাসিন্দা আমজাদ হোসেন বলেন, নদীর পানিতে যত দূর চোখ যায়, শুধু কাঠ আর কাঠ। যে যেভাবে পারছেন গাছ তুলছে। মাঝেমধ্যে মরা গরুও ভেসে আসছে। মনে হচ্ছে এক অদ্ভুত ঘটনা।
কাঠের উৎস নিশ্চিত না হলেও ভারতের দিক থেকেই আসছে, এটা নিশ্চিত।
উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল হোসেন বাবু বলেন, সকাল থেকে নদীর তীরবর্তী এলাকার শত শত নারী-পুরুষ কাঠের টুকরা সংগ্রহ করছেন। স্থানীয়দের কাছে এটি এক ধরনের উৎসবে পরিণত হয়েছে। কাঠের টুকরাগুলো আসবাবপত্র তৈরির কোনো কাজে আসবে না। তবে স্থানীয়রা এগুলো খড়ি কিংবা জ্বালানি কাঠ হিসেবে সংগ্রহ করছেন।
অনেকে কাঠের টুকরাগুলো রোদে শুকিয়ে নিজেদের জ্বালানির চাহিদা মিটিয়ে বাজারে বিক্রি করার পরিকল্পনা করছেন।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।