কাহারোলে কয়েকদিনের বৃষ্টি আমন ধান ও শীলকালীন সবজির ক্ষতি

কাহারোলে কয়েকদিনের বৃষ্টি আমন ধান ও শীলকালীন সবজির ক্ষতি

7 October, 2025 | সময়: 7:58 pm

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের কাহারোল উপজেলায় গত কয়েক দিন অবিরাম ঝড় বৃষ্টি হওয়ায় উপজেলার আমন ধান ও শীলকালীন সবজির ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। মাঠে পেকে উঠা ধান পানিতে ডুবে নষ্ট হচ্ছে। আর আগাম সবজীর জমিতে দেখা দিয়েছে শিকড় পচে যাওয়ার আশংকা। কৃষকেরা চরম হতাশায় পহর গুনছেন। কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর জানিয়েছেন ক্ষয় ক্ষতির পরিমান নিরুপনের কাজ চলছে।

মঙ্গলবার উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, মাঠে পেকে উঠা আমন ধান বৃষ্টির পানিতে নুয়ে পড়েছে। ধানের শীর্ষ ভিজে রং নষ্ট হয়ে যাচ্ছে। কোথাও কোথাও ঝড়ে পড়ছে ধানের শীষ মাঠ জুড়ে পানি জমে থাকায় হতাশ কৃষকেরা।

উপজেলার বলরামপুর গ্রামের আমন চাষী ওমর আলী জানান, কয়েক দিনের মধ্যে ধান কাটতাম কিন্তু হঠাৎ টানা বৃষ্টিতে ধান মাটিতে নুয়ে পড়ে গেছে। জমিতে পানি থাকায় ধানের রং কালচা হয়ে যাচ্ছে। এতে ফলন যেমন কমবে তেমন চাহিদাও কম হবে আবার ধানের দামও কম হবে। আপর কৃষক মালেক বলেন, বছরের আশার ফসল ছিল এই ধান কিন্তু বৃষ্টির পানিতে অনেকটা নষ্ট হয়ে গেল। খরচ উঠানো কঠিন হবে।

কেবল আমান ধান নয় ক্ষতির মুখে পড়েছে শীত কালীন সবজী চাষীরা। মাঠে ইতি মধ্যে ফুল কপি, বাধাকপি, শসা, টমেটো, বেগুন ও মূলার আবাদ হয়েছে। টানা বৃষ্টির শাক সবজি ক্ষেতে পানি জমে পচে যাচ্ছে। শংকরপুর গ্রামের চাষী আজাদ জানান,কয়েক দিনের বৃষ্টির কারনে বুড়ে গেছে শিকর পচে গাছ মরে যাওয়ার ভয়পাচ্ছি। একই এলাকার কৃষক সাহাজান বলেন, ধার কর্য করে শবজির আবাদ করে ফসল নষ্ট হয়ে গেছে। ঋণের টাকা পরিশোধ করা কষ্ট হবে।

কাহারোল উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে চলতি আমন মৌসুমে উপজেলায় ১৫ হাজার ৩শত ৪০ হেক্টর জমিতে আমন চাষ করা হয়েছে। খরিপ-২ মৌসুমে উপজেলায় ১শত ৫৮ হেক্টর জমিতে সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।

কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা মল্লিকা রানী সেহানবীশ বলেন, কৃষকদের পরামর্শ দিচ্ছি জাতে দূরত জমি থেকে পানি নামানো যায়। প্রয়োজনে নালা কেটে পানি বের করে দিতে হবে। তিনি আরও বলেন, মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তাগণ বিভিন্ন ইউনিয়নে কাজ করছেন এবং কৃষকদের পরামর্শ দিচ্ছেন।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।