ফুটবল দলগত খেলা, মেসিও একা জেতাতে পারবে না: হামজা চৌধুরী

ফুটবল দলগত খেলা, মেসিও একা জেতাতে পারবে না: হামজা চৌধুরী
আগামী ৯ অক্টোবর হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচকে সামনে রেখে সোমবার (৬ অক্টোবর) সকালে ঢাকায় এসেছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরী। হংকংয়ের বিপক্ষে জয়ের প্রত্যাশা করছেন তিনি।
গতকাল সকালে দেশে ফিরে কিছুটা বিশ্রাম নিয়ে বিকালেই অনুশীলনে নেমে পড়েন হামজা। তবে এ দিন অনেকটা গণমাধ্যম থেকে আড়ালে ছিলেন তিনি।
May be an image of 3 people, people playing football, people playing American football and text that says “적간 UCB UCB 1 מ2 KYEL”
তবে মঙ্গলবার (৭ অক্টোবর) জাতীয় স্টেডিয়ামে নিজের দ্বিতীয় দিনের অনুশীলনের আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এই মিডফল্ডার। ফুটবল দলগত খেলা। তাই দলগত পারফরম্যান্সের মাধ্যমে জিততে চান হামজা।
তিনি বলেন, ‘ফুটবল টিম গেম। মেসিও একা ম্যাচ জেতাতে পারবে না। বাংলাদেশের মানুষ আমার ওপর ভরসা করে। আমারা সবাই মিলে ম্যাচটা জিততে চাই।’
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।