ইতালি সফরে যাচ্ছেন এরদোগান
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান আগামী ২৯ এপ্রিল ইতালি সফরে যাবেন। সেখানে তিনি একটি ব্যবসায়িক ফোরামে যোগ দেবেন এবং দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানিয়েছে আঙ্কারার একটি অ্যাসোসিয়েশন ফোরাম।
বৈদেশিক অর্থনৈতিক সম্পর্ক বোর্ড (ডিইআইকে) তাদের ওয়েবসাইটে ঘোষণা দিয়েছে, এরদোগান এবং মেলোনি একই দিনে রোমে চতুর্থ তুর্কি-ইতালি আন্তঃসরকারি শীর্ষ সম্মেলনে সভাপতিত্ব করবেন এবং ইতালি-তুর্কি ব্যবসায়িক ফোরামে যোগ দেবেন।
যদিও তুরস্কের প্রেসিডেন্টের পক্ষ থেকে এখনও এই সফরের বিষয়টি নিশ্চিত করা হয়নি।
ডিইআইকে আরও বলেছে, দুই নেতা ব্যবসায়িক ফোরামে ভাষণ দেবেন। এতে প্রতিরক্ষা, বিমান চলাচল এবং আইসিটি উদ্ভাবনের মতো কৌশলগত শিল্প; অবকাঠামো; বৈশ্বিক কেন্দ্র এবং সংযোগ; টেকসই শক্তি; চক্রাকার অর্থনীতি, অটোমোটিভ এবং ভোগ্যপণ্য এবং ব্র্যান্ডিংয়ের মতো সর্বশেষ প্রযুক্তি উৎপাদনের উপর আলোকপাত করা হবে।
এর আগে গত বছর মেলোনি ব্যক্তিগতভাবে এই শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ জানান।
প্রসঙ্গত, গাজা উপত্যকায় ইসরাইলি হামলার বিষয়ে আঙ্কারা এবং রোমের ভিন্ন ভিন্ন অবস্থান রয়েছে। মেলোনি ইসরাইলের আত্মরক্ষার অধিকারের পক্ষে যুক্তি দেন, অন্যদিকে এরদোগান ফিলিস্তিনের একজন কট্টর সমর্থক। তবে ইতালির প্রধানমন্ত্রী গাজায় যুদ্ধবিরতির প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
সাম্প্রতিক বছরগুলোতে বিশেষ করে বাণিজ্যে, তুরস্ক এবং ইতালি দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার হয়েছে। ২০২৪ সালে বাণিজ্যের পরিমাণ ৩২ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা পূর্বে নির্ধারিত ৩০ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। এছাড়া শিল্প চুক্তিগুলোও জোরদার করেছে দুদেশ।
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম পেজটি ভিজিট করুন।
Post Comment