শুক্রবার

১৭ জুলাই, ২০২৫

২ শ্রাবণ ১৪৩২ | ২১ মুহররম, ১৪৪৭

বগুড়া-১ এ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক দলগুলো

বগুড়া-১ এ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক দলগুলো

যুগ যুগ ধরে বগুড়ার মাটি বিএনপির ঘাটি হিসেবে পরিচিত। ৩৬ বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) এলাকা নিয়ে আসনটি গঠিত। দেড় দশক ধরে শেখ হাসিনা তথা আওয়ামীলীগের অপশাসন চাপিয়ে দেওয়ায়, মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। জুলাই বিপ্লবের পর আবার মানুষ ভোট উৎসবের দিন ফিরিয়ে আনছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে রাজনৈতিক দলগুলো।

ইতোমধ্যে এই নির্বাচনী এলাকায় একক প্রার্থী হয়েছেন জামায়াতের অধ্যক্ষ শাহাবুদ্দিন। জামায়াত মাঠে নামতেই পারেনি দীঘ্য ১৫ বছর। জামায়েত নেতা ভোটারদের মন জয় করার জন্য মাঠে ওঠেপরে লেগেছেন। অন্যদিকে বিএনপির নেতারা আছেন মনোনয়ন পাওয়ার চিন্তায়।তবে এই আসনে অবস্থান জানান দিতে চাইছেন তরুনদের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।এই সংসদীয় আসনটি বিভিন্ন দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ।

দল নিয়ে আদর্শগত মত পার্থক্য থাকলেও পরিবর্তিত বাংলাদেশে ভোটের ব্যালটে সিল মারা নিয়ে নতুন করে কম বেশি ভাবছেন ভোটাররা। দূর্নীতিগ্রস্থ টেন্ডারবাজ ও চাঁদাবাজ নিয়ে, মানুষ এখন বেশ সচেতন। তবে বিএনপি’র সম্ভাব্য ডজন খানেক প্রার্থীর আট জনের সবাই নতুন মুখ।গণ-সংযোগের পাশাপাশি ঢাকায় কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করে চলেছেন।

মনোনয়ন প্রত্যাশিদের অনেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে লন্ডনে বিভিন্ন ভাবে যোগাযোগ করছেন।তারা হলেন, জেলা মহিলা দলের সাবেক সাধারন সম্পাদক ও সাবেক মহিলা এমপি মমতাজ বেগম, কর্নেল (অব.) জগলুল আহসান, ডঃ ছামছুল আলম, উপজেলা বিএনপির সাবেক সাংগাঠনিক সম্পাদক নূরুল ইসলাম (বেলাল), এডভোকেট রবিউল হোসেন রবি, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শহীদুন নবী সালাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ এএসএম রফিকুল ইসলাম, সারিয়াকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়াম্যান মাসুদুর রহমান হিরু মন্ডল, জেলা ড্যাব নেতা ও জেলা বিএনপির উপদেষ্টা ডাঃ শাহ্ মোঃ শাহজাহান আলী, জিয়া শিশু কিশোর সংগঠনের কেন্দ্রী নেতা মোশারফ হোসেন চৌধুরী, কেন্দ্রীয় বিএনপি নেতা মহিদুল ইসলাম রিপন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সহ সাংগাঠনিক সম্পাদক নেতা তৌহিদুল ইসলাম টিটু, দুঃস সময়ের কান্ডারি সোনাতলা উপজেলা পরিষদের সাবেক মেয়র, চেয়ারম্যান ও জেলা বিএনপির সিনিয়স সহ সভাপতি একেএম আহসান তৈয়ব জাকির, ২০২০ সালের উপ-নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী ছিলেন এবং সাবেক এমপি ও জাতীয় নির্বাহি কমিটির সদস্য, আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম নির্বাচনীয় এলাকায় বেশ সরব। ১৯৯১ ও ১৯৯৬ সালে ডাঃ হাবিবুর রহমান এমপি থাকলেও পরবর্তীতে ২০০১ সালে কাজী রফিকুল ইসলামকে মনোনয়ন দেওয়া হয়। সংসদ সদস্য থাকাকালিন তিনি এলাকায় জননন্দিত নেতা হিসেবে পরিচিত হন।

এছাড়াও সারিয়াকান্দি এলাকার প্রধান সমস্যা যমুনা নদীর ভাঙ্গল রক্ষায় এলাকায় জনগণের প্রানের দাবী থাকায় সেই দাবী তিনি পূরন করতে সক্ষম হয়েছেন।

তাছাড়াও কাজী রফিকুল ইসলাম ক্লিন ইমেজের লোক হিসেবে পরিচিত।২০০৮ সালে তার পরিবর্তে হোটেল ব্যবসায়ী শোকরানাকে মনোনয়ন দেন। সে নির্বাচনে তিনি জয়ের পথে থাকলেও রহস্য জনক কারনে বিকেলে ভোট গণনার আগেই প্রস্থান করেন এলাকা থেকে।তার পর আব্দুল মান্নান ৫০৫৬ ভোটের ব্যবধানে আওয়ামীলীগের প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হন।

১৯৯১ সালে জাতীয় সংসদ নির্বাচনে ডাঃ হাবিবুর রহমানের কাছে জামায়াত প্রতিদ্বন্দী প্রার্থী হলেও জামানত হারানো আওয়ামীলীগ অনিয়ম, ভোট জালিয়াতি, দিনের ভোট রাতে , ছলচাতুরির ও ভক্করচক্কর সংসদ নির্বাচনে এ আসনটি আওয়ামীলীগের হাতে চলে যায় এবং আওয়ামীলীগের কেন্দ্রী নেতা আব্দুল মান্নান টানা ৩ বার সংসদ সদস্য হন।

২০২০ সালে আব্দুল মান্নানের মৃত্যুর পর স্ত্রী সাহাদারা মান্নান ভোট বিহীন উপ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালে ড্যামি ভোটে সাহাদারা মান্নান পুনরায় সংসদ সদস্য বনে যান। জামায়াত প্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দিন প্রচারাভিযান চালিয়ে যাচ্ছেন।প্রত্যন্ত এলাকার মানুষের বিপদ-আপদে কাছে যাচ্ছেন।তিনি বলেন, জনগন আমাদের গ্রহণ করছেন।

জনগণের কাছ থেকে ব্যপক সাড়া পাচ্ছি, তাতে মনে হচ্ছে জামায়াত প্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দিন চমক দেখাতে পারেন।অপরদিক ২০২৪ এর নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন বোর্ড থেকে ছিটকে পরা আওয়ামীলীগ নেত্রী ড্যামি প্রার্থী হিসেবে তবলা প্রতিকে শাহাজাদী আলম লিপি স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করেন।

এবারও স্বতন্ত্র পার্থী হিসেবে প্রতিদ্বন্দীতা করার জন্য প্রচারনা চালাচ্ছে। তলে তলে আওয়ামীলীগের নেতা কর্মীদের পূনবাসিত করছেন। তাছাড়াও জুলাই বিপ্লব পরবর্তি মামলার শিকার আওয়ামীলীগ নেতাকর্মীদের জামিনের ব্যপারে সহযোগীতা করছেন।উপজেলায় দল আছে তবে দল গোছানো নিয়ে ব্যস্ত থাকায় এখন প্রর্যন্ত নির্বাচনী মাঠে নেই এনসিপি‘র নেতা-কর্মীরা।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।