কাশ্মীর হামলা নিয়ে মুখ খুলল পাকিস্তান

ভারত শাসিত কাশ্মীরে মঙ্গলবারের হামলার ঘটনায় পাকিস্তান থেকে প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া গেছে। বেসামরিকদের প্রাণহানিতে উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান। বুধবার (২৩ এপ্রিল) জিওটিভি নিউজের সংবাদে এই খবর বলা হয়েছে।


প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের দ্বারা অবৈধভাবে দখলকৃত জম্মু ও কাশ্মীরের পহেলগামে হামলা হয়েছে। এতে ২৬ বেসামরিকের প্রাণহানিতে উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান।


সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র শাফকাত আলি খান বলেছেন, ‘পাকিস্তান এই ঘটনায় শোকাহত এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে।’ তিনি আরো বলেন, ‘ভারতের অবৈধভাবে অধিকৃত জম্মু ও কাশ্মীরে হামলায় পর্যটকদের প্রাণহানির ঘটনায় আমরা উদ্বিগ্ন। আমরা নিহতদের নিকটজনের প্রতি আমাদের সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

প্রসঙ্গত, জম্মু-কাশ্মীরের পহেলগামে গতকাল মঙ্গলবারের সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ পর্যটক নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৭জন। এ ঘটনায় শোকাহত গোটা ভারত। খবর পেয়ে সৌদিতে থাকা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন।

Join our Facebook Group

হামলাটি হয়েছে পহেলগামে, যা সড়কপথে প্রধান শহর শ্রীনগর থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে অবস্থিত। জানা গেছে, ট্রেকিং অভিযানে অংশ নেওয়া একটি পর্যটক দলকে লক্ষ্য করে আচমকা গুলি চালায় অজ্ঞাত পরিচয়ধারী কয়েকজন অস্ত্রধারী। নিহতদের মধ্যে ২৫ ভারতীয় এবং একজন নেপালি নাগরিক রয়েছে বলে পুলিশ জানিয়েছে।


জিও নউজের প্রতিবেদনে বলা হয়েছে, ‘কাশ্মীর প্রতিরোধ’ নামে একটি স্বল্প পরিচিত গোষ্ঠী সোশ্যাল মিডিয়ায় একটি বার্তায় এই হামলার দায় স্বীকার করেছে। ৮৫ হাজারের বেশি বহিরাগত লোককে এই অঞ্চলে বসতি স্থাপনের জন্য অনুমতি দেয়া হয়েছে, যা জনসংখ্যাগত পরিবর্তন ঘটাচ্ছে বলে গোষ্ঠীটি অসন্তোষ প্রকাশ করেছে।

এদিকে ভারত দাবি করছে, পাকিস্তানি জঙ্গিগোষ্ঠী লশকর-ই- তৈয়বার ‘ছায়া সংগঠন’ ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ) এ হামলার সঙ্গে জড়িত।

২০১৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার কাশ্মীরের আংশিক স্বায়ত্তশাসন বাতিল করে অঞ্চলটিকে সরাসরি দিল্লির নিয়ন্ত্রণে নেওয়ার পর থেকে সংঘর্ষের পরিমাণ কিছুটা কমেছে। এই পদক্ষেপ স্থানীয় কর্তৃপক্ষকে বহিরাগতদের আবাসিক অধিকার প্রদানের অনুমতি দিয়েছে। এ ছাড়া তাদের চাকরি পেতে এবং বিতর্কিত হিমালয় অঞ্চলে জমি কেনার অনুমতিও দিয়েছে।

সূত্র : জিও নউজ


Instagram Notice

সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম পেজটি ভিজিট করুন।

Post Comment